পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে যবিপ্রবি’র কর্মচারী আটক
যশোর: উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) অফিস সহকারী সোহাগ হোসেন আটক হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে পরীক্ষা চলাকালীন সময়ে তাকে আটক করা হয়।
সোহাগ হোসেন চৌগাছার জগদীশপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে ও যবিপ্রবি’র উপাচার্যের দপ্তরের অফিস সহকারী।
জানা গেছে, সোহাগ হোসেন যবিপ্রবি’র ট্রেজারার দপ্তরের পিয়ন শাহীন হোসেনের পক্ষে চৌগাছার মৃধাপাড়া মহিলা কলেজে উন্মুক্ত বিশ্বাবদ্যালয়ের বিএ পরীক্ষায় সিভিক এডুকেশন-২ বিষয়ে (বিসিই ১৩০২ কোডে) পরীক্ষা দিচ্ছিলেন।
পরীক্ষা কেন্দ্রের সচিব অধ্যক্ষ মুস্তানিছুর রহমান নিউজবাংলাদেশকে বলেন, “শুক্রবার উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএ পরীক্ষায় সিভিক এডুকেশন-২ বিষয়ে (বিসিই ১৩০২ কোডে) পরীক্ষা চলছিল। এ পরীক্ষায় চৌগাছা ডিগ্রি কলেজের ছাত্র যবিপ্রবির অফিস সহকারী সোহাগ হোসেন মহিলা কলেজের ছাত্র শাহীনের পক্ষে পরীক্ষা দিচ্ছিলেন। তাকে আটক করে পুলিশে দেওয়া হয়েছে।”
ওই কলেজের শিক্ষক ইয়াকুব আলী নিউজবাংলাদেশকে বলেন, “শাহীন অসুস্থ থাকায় তার হয়ে পরীক্ষা দিচ্ছিলেন সোহাগ।”
চৌগাছা থানার ওসি শাহিদুল ইসলাম নিউজবাংলাদেশকে বলেন, “চৌগাছা পুলিশ তাকে থানা হাজতে নিয়ে এসেছেন।”
নিউজবাংলাদেশ.কম/এটিএস
নিউজবাংলাদেশ.কম








