News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:১০, ২৮ আগস্ট ২০১৫
আপডেট: ০৯:১৫, ১৯ জানুয়ারি ২০২০

নারী ব্লগারকে অনুসরণ, নিরাপত্তা চেয়ে জিডি

নারী ব্লগারকে অনুসরণ, নিরাপত্তা চেয়ে জিডি

ঢাকা: জীবনের নিরাপত্তা চেয়ে মোহাম্মদপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন এক নারী ব্লগার।

শুক্রবার দুপুর ১২টার দিকে এ সংক্রান্ত একটি জিডি রেকর্ড করা হয় বলে মোহাম্মাদপুর থানার ওসি জামাল উদ্দিন মীর নিউজবাংলাদেশকে নিশ্চিত করেছেন। এর আগে অজ্ঞাত দুই যুবক ধানমণ্ডির মিনা বাজারের যাওয়ার সময় তাকে অনুসরণ করেছেন বলেও তিনি জিডিতে উল্লেখ করেছেন।

মোহাম্মাদপুর থানার ওসি জামাল উদ্দিন জানান, একজন নারী ব্লগার নিরাপত্তা চেয়ে জিডি করেছেন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় বাসা থেকে বের হয়ে ধানমণ্ডির মিনা বাজারে যাওয়ার সময় অজ্ঞাত দুই যুবক তাকে অনুসরণ করেছে বলে জানিয়েছেন তিনি।

এর আগে ৭ আগস্ট ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায়কে (২৭) তার রাজধানীর পূর্ব গোড়ানের বাসায় ঢুকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এর ঠিক কয়েক দিন আগে তাকেও অনুসরণ করা হয়েছিলো বলে তার একটি ফেসবুক পোস্টে জানা যায়। সেই পোস্টে তিনি লিখেছিলেন, “দুজন লোক আমাকে অনুসরণ করছে বুঝতে পেরে খিলগাঁও থানায় জীবনের নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি (জিডি) করতে যাই। কিন্তু খিলগাঁওয়ের পুলিশ ঘটনা শুনে বলে, আমতলা পড়ে শাহজাহানপুর থানায়, আপনি সেখানে যান।”

নিউজবাংলাদেশ.কম/এনএইচ/এমএম

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়