News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:০৪, ২৮ আগস্ট ২০১৫
আপডেট: ০৯:১৫, ১৯ জানুয়ারি ২০২০

‘চিনি উৎপাদন বাড়ানোর মাধ্যমে এ শিল্পকে বিকশিত করতে হবে’

‘চিনি উৎপাদন বাড়ানোর মাধ্যমে এ শিল্পকে বিকশিত করতে হবে’

জয়পুরহাট: অধিক জমিতে উন্নত জাতের আখ আবাদ করে চিনি উৎপাদন বাড়ানোর মাধ্যমে এ শিল্পকে বিকশিত করতে আখচাষিদের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান একেএম দেলোয়ার হোসেন।

শুক্রবার দুপুরে জয়পুরহাট সুগার মিলস্ লিমিটেডের সাধারণ মিলনায়তনে আয়োজিত আখচাষি সমাবেশে তিনি এ আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন, “অধিক জমিতে উন্নত জাতের আখ আবাদ করে চিনি উৎপাদন বাড়ানোর মাধ্যমে এ শিল্পকে বিকশিত করতে হবে। এজন্য আখচাষিদের উন্নত বীজ ও সার সরবরাহ এবং ভর্তুকি দেওয়াসহ সব ধরনের সহযোগিতার আশ্বাস আমি দিচ্ছি।”

সমাবেশে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন, চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের ইক্ষু উন্নয়ন ও গবেষণা বিভাগের পরিচালক কৃষিবিদ আজিজুর রহমান, জয়পুরহাট সুগার মিলস্ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুস ছালাম, জয়পুরহাট আখচাষি কল্যাণ সমিতির সভাপতি বাবু চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুনুর রশিদ প্রমখ।

এর আগে একেএম দেলোয়ার হোসেন জয়পুরহাট সুগার মিলের ফ্যাক্টরি পরিদর্শন করেন এবং শ্রমিক-কর্মচারীদের সাথে মতবিনিময় করেন। পরে তিনি সুগার মিল জামে মসজিদের পাশে আমের একটি চারা রোপণ করেন।

নিউজবাংলাদেশ.কম/এটিএস

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়