News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:৫২, ২৮ আগস্ট ২০১৫
আপডেট: ০৯:১৫, ১৯ জানুয়ারি ২০২০

রায়পুরে পানিতে ডুবে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

রায়পুরে পানিতে ডুবে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রায়পুরে পানিতে ডুবে মনির হোসেন (২০) নামের এক শারীরিক প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার রাত ৮টার দিকে রায়পুরে হাজিমারা স্লুইস গেটের ডাকাতিয়া নদী থেকে ফাঁড়ি পুলিশ তার লাশ উদ্ধার করে। মনির চরকাছিয়া গ্রামের ইব্রাহিম শেখের ছেলে।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আল মামুন ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মনির শারীরিক প্রতিবন্ধী হওয়ায় হাজিমারা বাজারে ভিক্ষা করত। সন্ধ্যায় বাজারের পাশে স্লুইস গেটের ওপরে গেলে পা পিছলে নদীতে পড়ে ডুবে যায়।

পরে পুলিশ স্থানীয় লোকজনের সহযোগিতায় তার লাশ উদ্ধার করে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়