লিবীয় উপকূলে ৮ বাংলাদেশির মৃতদেহ উদ্ধার
লিবীয় উপকূলের কাছে নৌকাডুবির ঘটনায় ৮ বাংলাদেশির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। প্রায় ৫০০ অভিবাসন প্রত্যাশীকে নিয়ে বৃহস্পতিবার দুটি নৌকা ডুবে যায়। ওই দুই নৌকায় ৫৪ জন বাংলাদেশি নাগরিক ছিলেন বলে জানা গেছে।
৮ বাংলাদেশির মৃতদেহ উদ্ধারের কথা নিশ্চিত করেছেন তিউনিসিয়ায় অবস্থিত বাংলাদেশের লিবিয়া দূতাবাসের একজন কর্মকর্তা।
জাতিসংঘ শরণার্থী সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, দুই নৌকাডুবির ঘটনায় অন্তত ২০০ অভিবাসন প্রত্যাশী মারা গেছেন। মৃতদেহ উদ্ধারের কাজ চলছে।
তিউনিসিয়ায় অবস্থিত বাংলাদেশের লিবিয়া দূতাবাসের কর্মকর্তা চার্জ দ্য অ্যাফেয়ার্স মোজাম্মেল হক জানিয়েছেন, ডুবে যাওয়া নৌকা দুটিতে মোট ৫৪ বাংলাদেশি ছিল। নিহতদের মধ্যে দুটি শিশুও আছে। আটজন এখনো নিখোঁজ। তারা কেউ বেঁচে নেই বলে আশঙ্কা করা হচ্ছে।
নিখোঁজ আটজনের মধ্যে সাতজনের পরিচয় জানা গেছে। এরা হলেন- রমজান আলী (৫৮), সানোয়ারা খাতুন (৪২), সাত বছর বয়সী ইউসুফ, দুই বছর বয়সী রিমা আবদুল আজিম (২), আট মাস বয়সী রাইসা আবদুল আজিম, আবুল বাশার (৪৭) এবং তার কন্যা।
লাইফ জ্যাকেট পরে থাকায় বেশিরভাগ বাংলাদেশি অভিবাসন প্রত্যাশীকেই জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে বলে দূতাবাস সূত্র থেকে বলা হয়েছে।
জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরের মুখপাত্র উইলিয়াম স্পিনড্লার বিবিসিকে জানিয়েছেন নৌকা দুটিতে প্রায় ৫০০ মানুষ ছিল যারা ইউরোপে আসার চেষ্টায় সমুদ্র পাড়ি দিয়েছিল।
লিবিয়ার উপকূলরক্ষীরা উদ্ধারকৃতদের তীরে আনার অভিযান অব্যাহত রেখেছে।
নিউজবাংলাদেশ.কম/এজে
নিউজবাংলাদেশ.কম








