আড়ামবাড়িয়ায় ভূমিমন্ত্রীর বাঁধ পরিদর্শন
পাবনা: পাবনার ঈশ্বরদী উপজেলার সাঁড়া ইউনিয়নের আড়ামবাড়িয়ায় পদ্মা নদীর বাঁধ পরিদর্শন এবং স্থানীয় জনগণের সাথে মতবিনিময় করেন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরিফ ডিলু এমপি।
এ সময় গ্রামবাসী তাকে জানান, বাঁধ নির্মাণ হওয়াতে আড়ামবাড়িয়া প্রাইমারি ও হাইস্কুল বেঁচে গেছে। তবে ছেলে-মেয়েদের খেলার মাঠটি হারিয়ে গেছে। তারা মন্ত্রীর প্রতি একটি মাঠ নির্মাণ করে দেওয়ার দাবি জানান।
আড়ামবাড়িয়া স্কুলপ্রাঙ্গণে অনুষ্ঠিত মতবিনিময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাঁড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আড়ামবাড়িয়া উচ্চবিদ্যালয়ের সভাপতি সাহাবুল ইসলাম সরদার। বিশেষ অতিথি ছিলেন ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান মকলেছুর রহমান মিন্টু, ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম সেলিম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বশির আহমেদ বকুল, ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) বিমান কুমার দাশ ও আড়ামবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনজিত কুমার বিশ্বাস।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে দেশের উন্নয়ন হয় আর বিএনপি জামায়াত সরকার লুটপাট ও ভাগাভাগি নিয়ে ব্যস্ত থাকে। দেশের মানুষের কথা চিন্তা করার তাদের সময় থাকে না। আড়ামবাড়িয়ায় পদ্মা নদীর বাঁধ নির্মাণ হওয়াতে এই এলাকার মানুষের দুঃখ, কষ্ট ও কান্না থেমে গেছে। বাঁধ সৃষ্টি হওয়াতে এক মুঠো মাটিও আর নদীগর্ভে বিলীন হবে না। এর আগে যতবার এখানে এসেছি, মানুষের মুখে আনন্দ দেখতে পাইনি, আতঙ্ক দেখেছি।
তিনি বলেন, ৪০ কোটি টাকার কাজ চলছে এবং আরও ৯০ কোটি টাকার কাজের টেন্ডার হয়েছে। আগামীতে হার্ডিঞ্জ ব্রিজের গাইড ব্যাংক পর্যন্ত পদ্মা নদীর পাড়ের বাকিটুকু বাঁধ হয়ে যাবে।
আড়ামবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনজিত কুমার বিশ্বাস স্কুলের ছেলে-মেয়েদের নিরাপত্তার জন্য বাঁধের পাশ দিয়ে সীমানা প্রাচীরের দাবি জানান।
নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ
নিউজবাংলাদেশ.কম








