যশোরে পেশাদার ছিনতাইকারী আটক
যশোর: পেশাদার ছিনতাইকারী আরিফ হোসেন সুমন ওরফে পাঠা সুমনকে আটক করেছে পুলিশ। শুক্রবার ভোরে শহরের রেল স্টেশন এলাকা থেকে তাকে আটক করা হয়।
কোতয়ালী থানার এসআই বিধান কুমার বিশ্বাস নিউজবাংলাদেশকে বলেন, “শুক্রবার ভোরে পাঠা সুমন রেল স্টেশন এলাকার আবাসিক হোটেল শাহনাজের সামনে দাঁড়িয়ে ছিনতাইয়ের জন্য তৈরি হচ্ছিল। এসময় পুলিশকে তার দিকে আসতে দেখে সে দৌড়ে পালানোর চেষ্টা করে।”
তিনি আরো বলেন, “পুলিশ তার পিছু ধাওয়া করে তাকে আটক করে। তার প্যান্টের কোমরে গোঁজা একটি ওয়ান শ্যুটার গান ও এক রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ। ঠা সুমনের বিরুদ্ধে কোতয়ালী থানায়, ছিনতাই-চাঁদাবাজি ও ডাকাতিসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে মামলা রয়েছে।”
উল্লেখ্য, ষষ্ঠিতলা পাড়ার মৃত করিম বক্সের ছেলে।
নিউজবাংলাদেশ.কম/এটিএস
নিউজবাংলাদেশ.কম








