News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:৫৩, ২৮ আগস্ট ২০১৫
আপডেট: ০৯:১৫, ১৯ জানুয়ারি ২০২০

কৃষকরা কোনো আন্দোলন করতে পারেন না: মেনন

কৃষকরা কোনো আন্দোলন করতে পারেন না: মেনন

ঢাকা: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, কৃষকদের রক্ষা করতে হলে সম্মিলিত উদ্যোগ নিতে হবে। তারা মানববন্ধন ছাড়া আর কোনো আন্দোলন করতে পারেন না। যেভাবেই হোক তাদের ক্ষতি থেকে বাঁচাতে হবে।

শুক্রবার সিরডাপ অডিটোরিয়ামে ‘রিসার্চ ইনিশিয়েটিভস বাংলাদেশ আয়োজিত’ দুই দিনব্যাপী ‘এগ্রারিয়েন স্ট্রাটিজিকেল ফর ওভারকামিং স্মল ফার্মাস’ শীর্ষক মত বিনিময় সভা ও কর্মশালার তিনি একথা বলেন।

নগরায়নের ফলে প্রতিবছর ১ ভাগ করে কৃষিজমি কমছে জানিয়ে মেনন বলেন, “নগরায়ন ও শিল্পায়নের ফলে ক্রমাগত বাংলাদেশের কৃষকরা জমি হারাচ্ছেন। এ সমস্যা থেকে উত্তরণ করতে হলে নীতি-নির্ধারক তো বটেই, সকলকে সম্মিলিত উদ্যোগ নিতে হবে।”

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রফেসর ড. মনিরুল ইসলাম, রিসার্চ ইনিশিয়েটিভস বাংলাদেশের এক্সিকিউটিভ ডিরেক্টর ড. মেঘনা, প্রজেক্ট কো-অর্ডিনেটর সুরাইয়া বেগম, দিল্লির ফোকাস অন গ্লোবাল সাউথের কো-অর্ডিনেটর আফসার জাফরি প্রমুখ।

নিউজবাংলাদেশ.কম/টিএ/এমএম

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়