News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:৪৮, ২৮ আগস্ট ২০১৫
আপডেট: ০৯:১৫, ১৯ জানুয়ারি ২০২০

যুবদল নেতাকে গলা কেটে হত্যা: গণধোলাইয়ের পর আটক ৬

যুবদল নেতাকে গলা কেটে হত্যা: গণধোলাইয়ের পর আটক ৬

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর সদর উপজেলার কুশাখালী ইউনিয়নের ছিলাদী এলাকায় স্থানীয় ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক সবুজ হোসেনকে গলা কেটে হত্যা করেছে বাড়ির প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় জড়িত থাকায় তারই চাচাতো ভাই ও ঘটনার মূল হোতা বেলাল হোসেন, মহিনসহ ৬ জনকে স্থানীয় জনতা বাড়ি ঘেরাও করে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে। ঘাতক বেলাল স্থানীয় শিবির কর্মী বলে জানা গেছে।

নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদেন্তর জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার দিকে এ ঘটনা ঘটে।  নিহত সবুজ হোসেন একই এলাকার সর্দ্দার বাড়ির আবু তাহেরের ছেলে বলে জানা গেছে।

প্রতিবেশীদের সঙ্গে পারিবারিক ও জমিজমা বিরোধের জের ধরে নির্মম এ ঘটনা ঘটানো হয়েছে বলে জানা যায়।

পুলিশ ও এলাকাবাসী জানায়, কুশাখালী ইউনিয়নের ছিলাদী গ্রামের সর্দ্দার বাড়ির নিহত সবুজের প্রতিবেশী চাচা শরিয়ত উল্ল্যাহ এবং বরকত উল্ল্যাহসহ কয়েকজন জমি নিয়ে বিরোধের জের ধরে জাহেরকে লাঞ্ছিত এবং মারধর করে। এ নিয়ে সন্ধ্যায় কুশাখালি বাজারে আপোস মীমাংসায় বসলেও প্রতিপক্ষের সাথে  সবুজের সম্পৃক্ত থাকার অভিযোগ এনে জাহেরের ছেলে বেলালসহ কয়েকজন বাড়ির সামনে নিজ পোল্ট্রি ফার্ম থেকে বাড়ি যাওয়ার সময় রাতে রাস্তার ওপরে সবুজকে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গলাকেটে হত্যা করে।

পরে এলাকার লোকজন ঘটনার খবর পেয়ে এবং এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বাড়ি ঘেরাও করে শিবির কর্মী বেলাল হোসেন এবং তার বাবা জাহের আহমদ, ভাই রিয়াজ হোসেন ও আরিফ হোসেন ও মহিউদ্দিন, শাশুরা বেগম সহ ৬ জনকে  গণধোলাই দিয়ে পুলিশে দেয় স্থানীয় জনতা।
আটক বেলাল ছাড়া অন্যরা সবাই আ. লীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানায় স্থানীয়রা।

এদিকে, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট হাসিবুর রহমান ও জেলা যুবদলের সভাপতি রেজাউল করিম লিটন জানান, রাজনীতি করার কারণে সন্ত্রাসীরা তাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে।

চন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হুমায়ুন কবির জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সুবজ হোসেনকে হত্যা করেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় বেলাল হোসেনসহ ৬ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়