News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:৩৮, ২৮ আগস্ট ২০১৫
আপডেট: ০৯:১৬, ১৯ জানুয়ারি ২০২০

লেগুনার ধাক্কায় পথচারীর মৃত্যু

লেগুনার ধাক্কায় পথচারীর মৃত্যু

ঢাকা: রাজধানীর পুরান ঢাকার বাবুবাজারে লেগুনার ধাক্কায় জহুর আলী মাতুব্বর (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শুক্রবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতের গ্রামের বাড়ি গোপালগঞ্জের মোকসেদপুর উপজেলায়।

নিহতের ছেলে আবদুর রহিম জানান, সকাল ১০টায় বাবা সদরঘাট আসার সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেটের সামনের রাস্তা পারাপারের সময় পেছন থেকে তাকে লেগুনা ধাক্কা দেয়। পরে স্থানীয়রা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে গেলে সাড়ে ১১টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

নিউজবাংলাদেশ.কম/এনএইচ/এমএম

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়