News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:৩৫, ২৮ আগস্ট ২০১৫
আপডেট: ০০:৪২, ২০ জানুয়ারি ২০২০

লক্ষ্মীপুরে পিকআপ উল্টে ব্যবসায়ী নিহত, আহত ৪

লক্ষ্মীপুরে পিকআপ উল্টে ব্যবসায়ী নিহত, আহত ৪

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে বাবুল শিকদার নামে একজন নিহতসহ আরও ৪ জন আহত হয়েছেন। এদের মধ্যে সিরাজ মিয়া ও মঞ্জুরের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।

নিহত বাবুল শিকদার  ভোলা জেলার চেয়ারম্যানঘাট এলাকার মহান হোসেন শিকদারের ছেলে। শুক্রবার ভোররাতে লক্ষ্মীপুর-চৌমুহনী সড়কের জকসিনে এ ঘটনাটি ঘটেছে ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম থেকে মাছ বোঝাই পিকআপটি আসার পথে লক্ষ্মীপুর-চৌমুহনী সড়কের জকসিন বাজার এলাকায় পৌঁছলে শুক্রবার ভোররাতে চালক নিয়ন্ত্রণ হারায়। এতে পিকআপ রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লেগে উল্টে যায়। এ সময় বাবুল শিকদার, সিরাজ মিয়া ও মঞ্জুসহ ৫ জনই গুরুতর আহত হয়।

আহতদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেওয়া হলে বাবুল শিকদারকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। অন্য আহতদের মধ্যে সিরাজ ও মঞ্জুর অবস্থায় আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসক। আহতদের বাড়ি নোয়াখালী ও চট্টগ্রামের মিরসরাই বলে জানা গেছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. গিয়াস উদ্দিন মিয়া ঘটনার সত্যতা স্বীকার করেন।

নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়