News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:১৭, ২৮ আগস্ট ২০১৫
আপডেট: ০৬:০১, ২৭ অক্টোবর ২০২০

অপহৃত পোল্ট্রি ব্যবসায়ী ৮ দিন পর উদ্ধার

অপহৃত পোল্ট্রি ব্যবসায়ী ৮ দিন পর উদ্ধার

ঢাকা: অপহরণের আট দিন পর হাত-পাঁ বাধা অচেতন অবস্থায় যাত্রাবাড়ী থেকে অপহৃত আরিফ খানকে (৩০) উদ্ধার করেছে মাতুয়াইল জামে মসজিদের ইমাম শহীদুল ইসলাম।
 
শুক্রবার সকালে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিয়ে যান শহীদুল ইসলাম।
তথ্যটি নিউজবাংলাদেশকে নিশ্চিত করেন ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মোজাম্মেল হক।
 
তিনি জানান, আরিফ খান গত ২০ আগস্ট অপহৃত হন। যাত্রাবাড়ীর শনির আখড়া জোড়া খাম্বা এলাকায় বিসমিল্লাহ পোল্ট্রি ফিড নামে তার একটি প্রতিষ্ঠান রয়েছে।
 
আরিফের ভাই রকিব খান জানান, ওই দিন সকালে সে শনির আখড়া থেকে ৮০ হাজার টাকা নিয়ে নিজ প্রতিষ্ঠানের উদ্দেশ্যে রওনা দিয়ে নিখোঁজ হয়।
 
যাত্রাবাড়ী থানার ওসি অবণী শঙ্করের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “এ বিষয়ে ২৩ আগস্ট একটি সাধারণ ডায়েরি করেছিল আরিফের পরিবার। তবে এই অপহরণের সঙ্গে কারা জড়িত তা এখনও জানা যায়নি। আরিফ খানের জ্ঞান ফিরলে তার কাছ থেকে বিস্তারিত শুনে ব্যবস্থা নেওয়া হবে।”
 
নিউজবাংলাদেশ.কম/এনএইচ/এফই/এজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়