অজ্ঞান পার্টি রুখতে ট্রাফিক উত্তর বিভাগের কার্যক্রম শুরু
ঢাকা: দেশব্যাপী অজ্ঞানপার্টি ও মলমপার্টি সম্পর্কে যাত্রীদের সচেতনতা সৃষ্টি করতে লিফলেট বিলি ও আলোচনা সভা করেছে ট্রাফিক উত্তর বিভাগ।
বৃহস্পতিবার রাত ৮টা থেকে এই কার্যক্রম শুরু হয়, যা চলবে ঈদের পর এক সপ্তাহ পর্যন্ত।
এসময়ের মধ্যে যে সব যাত্রী মাহাখালী বাস টার্মিনাল দিয়ে ঈদে বাড়ি ফিরবেন, তাদের সচেতনতায় ট্রাফিক বিভাগের এই কার্যক্রম।
আলোচনা সভায়, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক উত্তর) প্রবীর কুমার রায় মালিক-শ্রমিকদের উদ্দেশ্যে বলেন, ‘‘আপনারা মাইকের মাধ্যমে যাত্রীদেরকে অজ্ঞান ও মলমপার্টি সম্পর্কে সচেতন করতে পারেন। গাড়ি ছাড়ার পূর্বে সুপারভাইজার যাত্রীদের সচেতন করতে পারে।’’
ঢাকা জেলা বাস মালিক সমিতির সভাপতি আবুল কালাম বলেন, ‘‘মহাখালী বাসটার্মিনাল সিসিটিভির আওতায়। এখানে যে কোনো ধরনের অপরাধীকে শনাক্ত করা যাবে। সুতরাং টার্মিনালে অপরাধ করার সুযোগ নেই।’’
এসময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক উত্তর) হুমায়রা পারভীন, সিনিয়র সহকারী পুলিশ কমিশনার আবু ইউছুফ, সহকারী পুলিশ কমিশনার মাহ্বুর রহমান প্রমুখ।
নিউজবাংলাদেশ.কম/এনএইচ/এফই
নিউজবাংলাদেশ.কম








