News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৬:৫০, ২৮ আগস্ট ২০১৫
আপডেট: ১১:৫২, ৪ ফেব্রুয়ারি ২০২০

হবিগঞ্জে নৌকাডুবি, নিহত ১ আহত ১৫

হবিগঞ্জে নৌকাডুবি, নিহত ১ আহত ১৫

হবিগঞ্জ: জেলার মাধবপুর উপজেলা সদরে সোনাই নদীতে নৌকাডুবিতে এক জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে নারীসহ ১৫ জন।

বৃহস্পতিবার বিকেলে মাধবপুর মাছ বাজার এলাকায় সোনাই নদীতে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, স্থানীয়রা নদী থেকে ফিরোজার মৃতদেহ উদ্ধার করে এবং গুরুতর আহত অবস্থায় মন্নাফ মিয়া (৬০), নেকজান বিবি (৫০), আনোয়ারা বেগম (৫০) ও এশা বানুকে (৫৫) উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠিয়েছে।

নৌকায় থাকা যাত্রী খলিলুর রহমান জানান, আখাউড়া উপজেলার খরমপুর হযরত সৈয়দ গেছু দারাজ কল্লা শরীফ মাজারে যাওয়ার উদ্দেশ্যে নৌকাটি যাত্রা করে। নৌকাটি কিছুদূর যাওয়ার পরই এক বাউল শিল্পী গান শুরু করলে নৌকায় থাকা যুবকরা নাচতে শুরু করে। ফলে নৌকার পাটাতন ভেঙে নৌকাতে পানি উঠতে শুরু করে এবং মুহূর্তের মধ্যেই নৌকাটি মাঝ নদীতে ডুবে যায়।

নিউজবাংলাদেশ.কম/এমএস/এফই

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়