News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৬:৩২, ২৮ আগস্ট ২০১৫
আপডেট: ০০:২১, ২০ জানুয়ারি ২০২০

সিলেটে যাত্রীবাহী বাসে ডাকাতি, আহত ৩০

সিলেটে যাত্রীবাহী বাসে ডাকাতি, আহত ৩০

সিলেট: জেলার কোম্পানীগঞ্জ উপজেলার বুরনী এলাকায় এমআর পরিবহন নামের একটি বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দলের গুলিতে ৩০ যাত্রী গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাত সাড়ে ১০টার দিকে সিলেটের কোম্পানীগঞ্জের টুকেরবাজার থেকে এমআর পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস ঢাকার উদ্দেশে যাত্রা করে। বাসটি বুরনী এলাকাস্থ কাটাখাল ব্রীজের কাছে আসামাত্র ডাকাতরা আক্রমণ করে। এ সময় বাসটি থামানোর জন্য ডাকাতরা এলোপাথাড়ি গুলি ছুঁড়তে শুরু করে। এ সময় ৩০ যাত্রী গুলিবিদ্ধ হন। তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ঘটনাস্থলে আসার আগেই ডাকাতরা যাত্রীদের মালামাল লুট করে পালিয়ে যায়।

তবে পুলিশের সাহায্য চেয়েও পাননি বলে অভিযোগ করেছেন কোম্পানীগঞ্জে ডাকাতদলের কবলে পড়া যাত্রীবাহী বাসের চালক মকবুল হোসেন। কোম্পানীগঞ্জ থানা পুলিশকে মোবাইল ফোনে ডাকাতদের আক্রমণের খবর জানানো হলেও তারা সাহায্যে এগিয়ে আসেনি বলে অভিযোগ করেন তিনি।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলওয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ডাকাতরা নৌকায় এসে বুরনী নামক স্থানে এমআর পরিবহন নামের একটি বাসে ডাকাতি করেছে। আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডাকাতদের ধরতে অভিযান চলছে।

নিউজবাংলাদেশ.কম/এএস/এফই

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়