News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৫:৪৮, ২৮ আগস্ট ২০১৫
আপডেট: ১৭:১২, ২২ জানুয়ারি ২০২০

সংসদ ভবনে কাজী জাফরের জানাজা

সংসদ ভবনে কাজী জাফরের জানাজা

ঢাকা: জাতীয় সংসদ ভবনে জাতীয় পার্টির (একাংশ) চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমেদের জানাজা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বেলা ১১টা ৫ মিনিটে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত এ জানাজার নামাজ পরিচালনা করেন জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র ইমাম আবু নঈম মোহাম্মদ ইব্রাহিম।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য হান্নান শাহ, জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, বিএনপি চেয়ারপাসনের উপদেষ্টা আহমেদ আজম খান, এনডিপির মহাসচিব গোলাম মোর্তুজা ও জাতীয় পার্টির (একাংশ) মহাসচিব হায়দার আলমসহ বিভিন্ন দলের নেতাকর্মীরা এতে অংশ নেন।

জানাজার শুরুতে কাজী জাফরের ছোট ভাই কাজী মামুন পরিবারের পক্ষ থেকে সংক্ষিপ্ত বক্তব্যে সবার কাছে মৃতের আত্মার মাগফেরাত কামনায় দোয়া প্রত্যাশা করেন।

এর আগে সকাল সোয়া ৮টায় টঙ্গীর মিল গেটের ইস্তেমা ময়দান সংলগ্ন মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। মাওলানা সাইদুর রহমান তার নামাজে জানাজা পড়ান।

গাজীপুর বিএনপির নেতা ও সাবেক এমপি হাসান উদ্দিন সরকার, গাজীপুর উপজেলার ভাইস চেয়ারম্যান আমজাদ হোসেন কায়সার, জাতীয় পার্টির টঙ্গী থানার সভাপতি বদিউর রহমান, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেনসহ বিভিন্ন দলের স্থানীয় নেতা-কর্মী, শ্রমিক নেতা ও সর্বস্তরের মানুষ তার প্রথম জানাজায় অংশগ্রহণ করেন।

এর আগে সকাল সোয়া ৮টায় টঙ্গীর মিল গেটের ইস্তেমা ময়দান সংলগ্ন মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। ওই জানাজার নামাজে ইমামতি করেন মাওলানা সাইদুর রহমান।

বিভিন্ন দলের স্থানীয় নেতাকর্মী, শ্রমিক নেতা ও সর্বস্তরের মানুষ জানাজায় অংশ নেন।

বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে মরুহুমের তৃতীয় জানাজা। এরপর তাকে নিয়ে যাওয়া হবে কুমিল্লার চৌদ্দগ্রামের চিওড়া কাজী বাড়িতে। সেখানে তার দাফন কাজ সম্পন্ন হবে।

বৃহস্পতিবার সকাল ৭টায় গুলশানে নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হন কাজী জাফর আহমেদ। এরপর তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নেওয়া হলে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।

নিউজবাংলাদেশ.কম/এফএ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়