কাজী জাফরের প্রথম জানাজা অনুষ্ঠিত
ঢাকা: সাবেক প্রধানমন্ত্রী ও জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান কাজী জাফর আহমদের প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল সোয়া ৮টায় রাজধানীর টঙ্গীর মিল গেটের ইস্তেমা ময়দান সংলগ্ন মসজিদে তার জানাজার নামাজ পড়ান মাওলানা সাইদুর রহমান।
বিভিন্ন দলের স্থানীয় নেতা-কর্মী, শ্রমিক নেতা ও সর্বস্তরের মানুষ তার জানাজায় অংশগ্রহণ করেন।
এরপর সকাল ১১টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তার দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে তার তৃতীয় জানাজার নামাজ। এরপর তাকে নিয়ে যাওয়া হবে কুমিল্লার চৌদ্দগ্রামের চিওড়া কাজী বাড়িতে। সেখানে তাকে দাফন করা হবে।
বৃহস্পতিবার সকাল ৭টায় গুলশানের নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হন কাজী জাফর আহমদ। এরপর দ্রুত রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নেওয়া হলে তিনি সেখানে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।
নিউজবাংলাদেশ.কম/এসএম/এফই
নিউজবাংলাদেশ.কম








