খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে শিশু নিহত
খুলনা: খুলনার ডুমুরিয়া উপজেলার উলা গ্রামে দুর্বৃত্তের ধারালো ছুরিকাঘাতে ফয়সাল মল্লিক (১১) নামে এক শিশু নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন শিশুটির বাবা আব্দুর রশিদ মল্লিকসহ তিনজন। হত্যাকারী দুর্বৃত্তকে এলাকাবাসী আটক করে পুলিশে দিয়েছেন।
বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে এই ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার গজেন্দ্রপুর গ্রামের মিজানুর রহমান (২৫) রাত ১২টার দিকে উলা গ্রামের আব্দুর রশিদ মল্লিকের বাড়ি প্রবেশ করেন। তিনি রশিদ মল্লিকের বাড়ির একটি কক্ষে ঢুকেন, যে ঘরে কলেজ পড়ুয়া মেয়ে এবং স্কুলে ছাত্র শিশু ফয়সাল ঘুমায়। এ সময় ফয়সাল মিজানুরের উপস্থিতি টের পেয়ে চিৎকার করলে তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন মিজানুর রহমান। এক পর্যায়ে ফয়সালের বাবাসহ অন্যরা এগিয়ে এলে মিজানুর তাদেরকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে এলাকাবাসী তাকে আটক করে পুলিশে দেয়।
ছুরিকাঘাতে আহত শিশু ঘটনাস্থলেই মারা যায়। আহত আব্দুর রশিদ মল্লিক, মোস্তফা সরদার ও মোফা সরদারকে ওই রাতেই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এ বিষয়ে ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম মশিউর রহমান জানান, মিজানুরের সঙ্গে রশিদ মল্লিকের মেয়ের প্রেমজ সম্পর্ক রয়েছে। সেই সূত্র ধরে তিনি তাদের বাড়িতে এসে রশিদের ঘরে প্রবেশ করলে ফয়সাল টের পেয়ে চিৎকার দেয়। এতে ক্ষিপ্ত হয়ে ফয়সালকে এলোপাতাড়ি আঘাত করলে শিশুটি মারা যায়। লাশ ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্ততি চলছে।
নিউজবাংলাদেশ.কম/এফএ
নিউজবাংলাদেশ.কম








