শৈলকুপায় গাছ থেকে পড়ে ব্যবসায়ী নিহত
ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ব্রাহিমপুর গ্রামে গাছ থেকে পড়ে রবিউল মুন্সি(৪০) নামে এক ছাগল ব্যবসায়ী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার বিকেল ৫টা দিকে তার এ ঘটনা ঘটে
নিহত রবিউল মুন্সি উপজেলার ব্রাহিমপুর গ্রামের কারিগর পাড়ার ভাদু মুন্সির ছেলে।
নিহতের নিকটাত্মীয় মিন্না জানান, বৃহস্পতিবার বিকেলে ছাগলের জন্য পাতা পাড়তে রবিউল মুন্সি কাঁঠাল গাছে উঠলে গাছ থেকে পড়ে যান। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের গাড়িতে চিকিৎসার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শৈলকুপা ফায়ার সার্ভিস ও ঝিনাইদহ সদর হাসপাতাল থেকে মৃত্যুর খবর নিশ্চিত করেছে।
নিউজবাংলাদেশ.কম/এফএ
নিউজবাংলাদেশ.কম








