News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৩:২২, ২৮ আগস্ট ২০১৫
আপডেট: ১২:১৭, ৪ ফেব্রুয়ারি ২০২০

লক্ষ্মীপুরে যুবদল নেতাকে গলা কেটে হত্যা, আটক ৬

লক্ষ্মীপুরে যুবদল নেতাকে গলা কেটে হত্যা, আটক ৬

লক্ষ্মীপুর: সম্পত্তি নিয়ে বিরোধের জেরে লক্ষ্মীপুরে মো. সবুজ (২৮) নামের এক যুবদল নেতাকে গলা কেটে হত্যা করেছে প্রতিপক্ষরা। বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার দিকে সদর উপজেলার কুখাশালী ইউনিয়নের দক্ষিণ সিলাদী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মূলহোতাসহ ছয়জনকে আটক করেছে পুলিশ।

নিহত সবুজ ওই ইউনিয়নের সিলাদী ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক ও হাজী আবু তাহেরের ছেলে।

ঘটনার পর সবুজের লাশ রাতেই উদ্ধার করে পুলিশ মযনাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

স্থানীয়রা জানায়, পারিবারিক ও সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে প্রতিবেশী বেলাল, মহিনসহ কয়েকজন সবুজকে কুপিয়ে এবং জবাই করে হত্যা করে। পরে বিক্ষুব্ধ এলাকাবাসী ঘটনার মূল হোতা বেলাল, জাহের, রিয়াজ, মহিন, আরিফ এবং মাশুরা বেগমসহ ছয় জনকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। আটককৃতরা সবাই আাওয়ামী লীগের সমর্থক বলে জানায় স্থানীয়রা।

জেলার সহকারী পুলিশ সুপার(সার্কেল) মো. নাসিম মিয়া জানান, ঘটনার দিন প্রতিপক্ষের হাতে জাহের নাজেহাল ও মারধরের শিকার হওয়ায় বেলাল ও মহিনসহ অন্যরা প্রতিশোধ নিতেই সবুজকে হত্যা করে। ঘটনার সঙ্গে জড়িতরা ধরা পড়েছে। আটককৃতদের বিরুদ্ধে হত্যা মামলা দায়েরসহ আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।

নিউজবাংলাদেশ.কম/এসআই/এফই

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়