ব্লগার নীলাদ্রি হত্যা: গ্রেফতার আরও ২
ঢাকা: ব্লগার নীলাদ্রি হত্যায় জড়িত আরও দুজনকে আটক আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এরা হলেন, কাওছার হোসেন খান (২৯) ও কামাল হোসেন সর্দার (২৯)। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর মিরপুর ১০ নম্বর ও সন্ধ্যায় শ্যামপুর থানার দোলাইপাড়ে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
এ দুজনকে নিয়ে নীলাদ্রি হত্যায় জড়িত সন্দেহে চারজনকে গ্রেফতার করা হলো।
ডিবির উপকমিশনার (পূর্ব) মাহবুব আলম জানান, এর আগে নীলাদ্রি হত্যায় সন্দেহভাজন হিসেবে গ্রেফতার হওয়া নাহিয়ান ও মাসুদ রানাকে জিজ্ঞাসাবাদে হত্যায় জড়িত থাকতে পারে এমন ছয়জনের নাম পাওয়া যায়। এদের অন্যতম কাউসার ও কামাল সরদার।
তদন্ত সূত্র জানায়, শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নুর ভাতিজা নাহিয়ান ব্লগার আসিফ মহিউদ্দিন হত্যা চেষ্টা মামলার অভিযোগপত্রভুক্ত আসামি। গ্রেফতার হওয়া চারজনই আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য। নীলাদ্রি হত্যায় আনসারুল্লাহ বাংলা টিমের নেতা রেদোয়ানুল আজাদ রানাসহ সন্দেহভাজন হিসেবে নাম আসা বাকি চারজন ধরা পড়লে হত্যাকাণ্ডের পটভূমি পরিষ্কার হবে বলে মনে করছে তদন্তকারীরা।
তবে রিমান্ডে নাহিয়ান ও মাসুদ রানা নীলাদ্রি হত্যায় জড়িত থাকার কথা অস্বীকার করেছেন বলে জানায় ডিবি সূত্র।
গত ৭ আগস্ট রাজধানীর গোড়ানের বাসায় ঢুকে ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায়কে কুপিয়ে হত্যা করে অজ্ঞাত ঘাতক দল। এ ঘটনায় ব্লগারের স্ত্রী আশা মণি অজ্ঞাতনামা চারজনের বিরুদ্ধে খিলগাঁও থানায় হত্যা মামলা করেন।
নিউজবাংলাদেশ.কম/এনএইচ/একে
নিউজবাংলাদেশ.কম








