সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি ছাত্র নিহত
সৌদি আরবের জেদ্দায় সড়ক দুর্ঘটনায় চার বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছে। আহত হয়েছে আরও সাত জন। তারা জেদ্দার আভোর এলাকায় গাড়িতে করে ঘুরতে যাচ্ছিল। চালক নিয়ন্ত্রণ হারালে এ দুর্গটনা ঘটে।
৭ আগস্ট শুক্রবার স্থানীয় সময় রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় শোক জানিয়েছেন জেদ্দা কনসুলেট জেনারেল এ কে এম শহীদুল করিম। তিনি হাসপাতালে গিয়ে আহতদের খোঁজ খবর নিয়েছেন।
জানা গেছে, নিহতরা জেদ্দা বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের বাংলা মাধ্যমের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র। তাদের মধ্যে একরামুল হক অনিকের বাড়ি ঢাকায়, ফয়সালের বাড়ি বরিশাল, সৈকতের বাড়ি টাঙ্গাইল ও মারজুকের বাড়ি চট্টগ্রাম। তাদের মরদেহ জেদ্দা কিং আব্দুল আজিজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এজে
নিউজবাংলাদেশ.কম








