সোনাইমুড়িতে পানিতে পড়ে ভাই-বোনের মৃত্যু
নোয়াখালী: নোয়াখালীর সোনাইমুড়িতে পানিতে ডুবে ইমরান (৫) ও নুসু আক্তার(৮) নামে দুই ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত ইমরান ও নুসু আক্তার সোনাইমুড়ি পৌরসভার শিমুলিয়া গ্রামের পাঠারী বাড়ির নজরুল ইসলামের সন্তান।
শনিবার দুপুরে সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়নের বগাদিয়া গ্রামের নিহতদের নানার বাড়িতে পানিতে পড়ায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।
নিহত শিশুদের মামা গিয়াস উদ্দিন জানান, ভগ্নিপতি নজরুলের সোনাইমুড়ি পৌরসভার ২নং ওয়ার্ডের সিমুলিয়ার নিজ বাড়ীটি বন্যার পানিতে প্লাবিত থাকায় কয়েকদিন থেকেই শ্বশুর বাড়ি বজরা ইউনিয়নের বগাদিয়ায় পরিবার নিয়ে বসবাস করছেন। সকালের দিকে ঘরের পাশের পুকুরে ইমরান পানিতে পড়ে যায়। তাকে তুলতে চেষ্টা করতে গিয়ে বড় বোন নুসুও পানিতে ডুবে যায়। দুপুরে দুজনকে পানিতে ভাসতে দেখে উদ্ধার করে প্রথমে বজরা হাসপাতালে, পরে চৌমুহনীর একটি শিশু হাসপাতালে নেওয়া হয়। সেখানে ডাক্তার না পেয়ে বেগমগঞ্জ হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
বেগমগঞ্জ হাসপাতালের আবাসিক ডাক্তার অসীম কুমার জানান, শনিবার দুপুরে পানিতে পড়া দুটি শিশুকে হাসপাতালে আনা হলে পরীক্ষা করে দেখা যায়, শিশু দুটি পূর্বেই মারা গেছে।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হানিফ উল ইসলাম জানান, তিনি মৃত্যুর ঘটনাটি শুনেছেন। বিস্তারিত জানার জন্য লোক পাঠিয়েছেন।
নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ
নিউজবাংলাদেশ.কম








