News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:১০, ৮ আগস্ট ২০১৫
আপডেট: ০৬:৪৩, ১৯ জানুয়ারি ২০২০

গাইবান্ধায় বজ্রপাতে কিশোরের মৃত্যু

গাইবান্ধায় বজ্রপাতে কিশোরের মৃত্যু

গাইবান্ধা: গাইবান্ধার সাদুল্যাপুরে রাশেদ মিয়া (১৬) নামের এক কিশোরের বজ্রপাতে মৃত্যু হয়েছে। নিহত রাশেদ উপজেলার দামোদরপুর ইউনিয়নের পূর্ব দামোদরপুর গ্রামের আলমঙ্গীর হোসেনের ছেলে।

শনিবার দুপুর দুটার দিকে এ ঘটনা ঘটে। এসময় কোহিনুর বেগম (৪০) নামের এক গৃহবধূ আহত হয়েছেন। সে ওই গ্রামের নুরুজ্জামানের স্ত্রী।

স্থানীয়রা জানান, রাশেদ মিয়া বাড়ির পার্শ্ববর্তী ডিকডারী বিলে অন্যের জমিতে ধান রোপণ করতে যায়। এসময় মেঘাচ্ছন্ন আকাশের হঠাৎ বজ্রপাত পড়ে গুরুতর আহত হয় এবং কোহিনুর বেগম পাশে অবস্থান করায় তিনিও আহত হন। পরে তাদের উদ্ধার করে সাদুল্যাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালে কর্তব্যরত চিকিৎসক রাশেদকে মুত্যু ঘোষণা করেন। কোহিনুর বেগমের শারীরিক অবনতি ঘটায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

দামোদরপুর ইউপি চেয়ারম্যান মনোয়ার হাসান মন্ডল জীম এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়