বেগমগঞ্জে বাস-অটোরিকশা সংঘর্ষে ২ হিজড়া নিহত
নোয়াখালী: জেলার বেগমগঞ্জ উপজেলায় ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চালকসহ তিন জন।
শুক্রবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার সকালে ফেনী থেকে সুগন্ধা পরিবহণের একটি বাস নোয়াখালীর সুধারাম যাচ্ছিল। উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দোকানঘর এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা দুই হিজড়া ঘটনাস্থলেই নিহত হন। আহত হন অটোরিকশার চালকসহ তিন যাত্রী।
আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। নিহতরা দুজনই হিজড়া। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের কারো নাম-পরিচয় পাওয়া যায়নি।
নিউজবাংলাদেশ.কম/এফএ
নিউজবাংলাদেশ.কম








