News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৫:৩৮, ৭ আগস্ট ২০১৫
আপডেট: ২১:৪৮, ১৯ জানুয়ারি ২০২০

মেহেরপুরে চোরাই মোটরসাইকেলসহ আটক ২

মেহেরপুরে চোরাই মোটরসাইকেলসহ আটক ২

মেহেরপুর: মেহেরপুরে মোটরসাইকেল চুরির সাথে জড়িত চক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি হিরো হোন্ডা স্পেলেন্ডার মোটরসাইকেল উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন মেহেরপুর সদর উপজেলার ইসলামপুর গ্রামের ওমেদ আলীর ছেলে আরমান (৪৪) ও চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার বাকা গ্রামের ফজলুল হকের ছেলে কামরুল (৩২)।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবীব জানান, গত ২ আগষ্ট রাতে জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি বাবলু বিশ্বাসের গ্রামের বাড়ি মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর থেকে একটি হিরো হোন্ডা স্পেলেন্ডার মোটর সাইকেল চুরি হয়ে যায়। মোটর সাইকেল চুরির অভিযোগে ৬ আগষ্ট সন্ধ্যায় আমঝুপি ইউনিয়নের ইসলামপুর গ্রামের নিজ বাড়ি থেকে আরমানকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্য মোতাবেক বৃহস্পতিবার রাতে চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার বাকা গ্রামে ফজলুল হকের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে হিরো হোন্ডা মোটরসাইকেলসহ কামরুলকে আটক করা হয়। তাদেরকে জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে। মোটরসাইকেল চুরির সাথে জড়িত চক্রের বাকি সদস্যদের দ্রুতই আটক করা হবে বলে জানান ওসি আহসান হাবীব।  

নিউজবাংলাদেশ.কম/এইচএম/এফই

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়