News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৫:১৪, ৭ আগস্ট ২০১৫
আপডেট: ১২:১২, ১৬ এপ্রিল ২০২০

মায়ানমারে কোটি টাকার ত্রাণ পাঠালো বাংলাদেশ

মায়ানমারে কোটি টাকার ত্রাণ পাঠালো বাংলাদেশ

ঢাকা: মায়ানমারের বন্যাকবলিতদের সাহায্যার্থে প্রায় এক কোটি টাকা মূল্যের জরুরি ত্রাণ পাঠালো বাংলাদেশ।

শুক্রবার সকাল পৌনে ১০টার দিকে বাংলাদেশ কেন্দ্রীয় ঔষধাগার (সিএমএসডি) থেকে আনুষ্ঠানিকভাবে দেড় টনের বেশি এ ত্রাণসামগ্রী মায়ানমারের উদ্দেশ্যে কার্গোতে তুলে দেওয়া হয়। এসব সামগ্রী শনিবারের মধ্যে বন্যাদুর্গত এলাকায় পৌছে যাবে বলে জানানো হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্যসচিব আবুল কালাম আজাদ, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (সমুদ্র বিষয়ক) রিয়ার এডমিরাল খুরশিদ আলম, স্বাস্থ্যসচিব সৈয়দ মঞ্জুরুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. দ্বীন মোহাম্মদ নুরুল হক প্রমুখ।

এ ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে জরুরি জীবন রক্ষাকারী ওষুধ, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, কম্বল, তাঁবু টানানোর সরঞ্জাম প্রভৃতি।

প্রসঙ্গত, বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবেশী এ দেশটির বন্যাদুর্গতদের জন্য জরুরি ভিত্তিতে ত্রাণ সহায়তা পাঠানোর নির্দেশ দেন।

নিউজবাংলাদেশ.কম/টিএ/এফই

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়