News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৩:৪৮, ৭ আগস্ট ২০১৫
আপডেট: ২১:৪৯, ১৯ জানুয়ারি ২০২০

শেরপুরে অকারণে যুবককে পেটালেন এসআই

শেরপুরে অকারণে যুবককে পেটালেন এসআই

শেরপুর: জেলার নালিতাবাড়ীতে মোটরসাইকেল থামানোর কারণ জানতে চাওয়ায় রনি আহমেদ (২২) নামে এক যুবককে মারধর করে হাসপাতালে পাঠালেন নালিতাবাড়ী থানার এসআই আরিফ হোসেন। এতে এলাকাবাসীর মাঝে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে।

বৃহস্পতিবার রাত ৮টার দিকে শহরের আনসার ক্যাম্প রোডে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাত ৮টার দিকে গড়কান্দাস্থ বাসা থেকে বেরিয়ে একটি ১২৫ সিসি লাইসেন্স বিহীন পালসার মোটরসাইকেল নিয়ে দুই বন্ধুসহ শহরে প্রবেশ করছিলেন রনি আহমেদ। এসময় এসআই আরিফসহ পুলিশের একটি টহলদল গাড়িটি থামাতে সিগন্যাল দেয়।

মোটরসাইকেলের চালক রনির বন্ধু হৃদয় গাড়ি থামালে পুলিশ গাড়ি জব্দ করতে চেষ্টা করে। রনি গাড়ি থামানোর কারণ জানতে চাইলে এসআই আরিফ রনিকে কয়েকটি চড়-থাপ্পড় মারেন। এতে রনি পড়ে গেলে সঙ্গীয় বন্ধুরা তাকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

খবর পেয়ে স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ নেতৃবৃন্দসহ নেতৃস্থানীয় ব্যক্তিরা হাসপাতালে ছুটে যান এবং এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বিচার দাবি করেন। তারা বলেন, “লাইসেন্স বিহীন গাড়ির জন্য আইন প্রয়োগ করা যেতে পারে। তাই বলে গায়ে হাত দেওয়া তথা মারপিট করা পুলিশের উচিত হয়নি।”

প্রত্যক্ষদর্শী ও রনির বন্ধুরা জানান, একই সময় সামনে থাকা আরো দুটি লাইসেন্সবিহীন মোটরসাইকেল ও পেছনে আরো একটি মোটরসাইকেল পাশ কাটিয়ে চলে গেলেও ওই তিনটিকে সিগন্যালই দেওয়া হয়নি। তাছাড়া ওই সময় কোনো অভিযানও চলছিল না। এসআই আরিফ উদ্দেশ্যপ্রণোদিতভাবেই রনিকে আটকে মারধর করেছেন।

এ ব্যাপারে এসআই আরিফের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেনি।

নালিতাবাড়ীর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম ফসিহুর রহমান বলেন, “অবৈধ মোটরসাইকেল ধরতে অভিযান চলছিল। রনি নামে ছেলেটি অবৈধ মোরটরসাইকেল চালাচ্ছিল। গাড়ি জব্দ করতে গেলে সে পুলিশের সঙ্গে বিতর্কে জড়ায়। রনির বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সে উশৃঙ্খল।”

মারধরের কথা অস্বীকার করে তিনি বলেন, “পুলিশ মোটরসাইকেল চেক করতে চাইলে সে পুলিশের কাজে বাধা দেয়। তাকে আটক করতে চাইলে এক পর্যায়ে সে মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়।”

এদিকে থানার সেকেন্ড অফিসার এসআই ফয়েজুর রহমান জানান, অবৈধ মোটরসাইকেলের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে। তবে বৃহস্পতিবার রাত ১০টা পর্যন্ত কোনো অবৈধ মোটরসাইকেল জব্দ হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, “এখনও কোনো গাড়ি থানায় আসেনি।”

নিউজবাংলাদেশ.কম/এফএ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়