News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৮:৩৬, ৬ আগস্ট ২০১৫
আপডেট: ২১:৪৯, ১৯ জানুয়ারি ২০২০

কাপ্তানবাজারে মুরগি ব্যবসায়ীর ওপর ভয়াবহ নৃশংসতা

কাপ্তানবাজারে মুরগি ব্যবসায়ীর ওপর ভয়াবহ নৃশংসতা

ঢাকা: রাজধানীর কাপ্তান বাজারে চাপাতি দিয়ে কুপিয়ে ও গরম পানি দিয়ে পুড়িয়ে এক মুরগি ব্যবসায়ীকে হত্যার চেষ্টা চালিয়েছে সন্ত্রাসীরা।

গুরুতর আহত অবস্থায় তাকে ভর্তি করা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসাপতালের বার্ন ইউনিটে।

বৃহস্পতিবার রাত সোয়া ১১টায় নৃশংস এ ঘটনা ঘটে।

ঘটনার শিকার ব্যবসায়ী লাল মিয়াকে (৪৫)  সংকটাপন্ন অবস্থায় উদ্ধার করে রাত পৌনে ১২টার দিকে ঢামেকে নিয়ে আসে আশপাশের লোকজন।

তার অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসকরা।

ব্যবসায়ীর স্বজনরা নিউজবাংলাদেশকে জানান, ওয়ারির কাপ্তানবাজার এলাকার ভাই ভাই ব্রয়লার স্টোরের মালিক লাল মিয়ার কাছে গত এক সপ্তাহ যাবত ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে আসছিল স্থানীয় সন্ত্রাসীরা। এতে সম্মত না হওয়ায় বৃহস্পতিবার রাতে নৃশংস এ হামলা চালায় তারা।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের এএসআই সেন্টু চন্দ্র দাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

লাল মিয়া জানান, ৪/৫ জন সন্ত্রাসী রাত সোয়া ১১টার দিকে তার দোকানে এসে ফের চাঁদা চায়। এ নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে তারা চাপাতি দিয়ে তার মাথায় আঘাত করে। এরপর পাশের চায়ের দোকান থেকে ফুটন্ত পানির কেতলি এনে তার ওপর ঢেলে দেয়।

এসময় তার ভয়াবহ চিৎকারে আশপাশের দোকানদাররা ছুটে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। যাওয়ার আগে তারা ক্যাশ থেকে প্রায় ১ লাখ টাকা লুট করে নিয়ে যায়।

তবে ব্যবসায়ী বা তার স্বজন-বন্ধুদের কেউ সন্ত্রাসীদের নাম বলতে চাননি। ঢামেক হাসপাতালে উপস্থিত লাল মিয়ার স্বজনদের খুব ভীত-সন্ত্রস্ত দেখাচ্ছিল। সন্ত্রাসীরা এলাকায় খুব প্রভাবশালী বলে জানায় স্থানীয় সূত্রগুলো।

নিউজবাংলাদেশ.কম/একে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়