News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:২২, ৬ আগস্ট ২০১৫
আপডেট: ১৫:১২, ১৫ ফেব্রুয়ারি ২০২০

দাশিয়ারছড়া মাদক ও সন্ত্রাস মুক্ত ঘোষণা

দাশিয়ারছড়া মাদক ও সন্ত্রাস মুক্ত ঘোষণা

কুড়িগ্রাম: বাংলাদেশ ভুখণ্ডের সঙ্গে সদ্য যুক্ত হয়েছে ১শ ১১টি ছিটমহল। এসব ছিটমহলে গত ৬৮ বছরে বাস্তবিক অর্থে ছিল না কোনো আইনের শাসন। মাদক ব্যবসায়ী ও অপরাধীদের ছিল অভয়ারণ্য। আন্তর্জাতিক আইনের বাধ্যবাধকতা এবং ভৌগোলিক কারণে বাংলাদেশ কিংবা ভারত কোনো দেশেরই ছিল না শাসন। ফলে জোর যার, মুল্লুক তার এই ছিল অবস্থা। খুনের মতো মারাত্মক অপরাধেরও বিচার হয়নি। তাই সরকার ছিটমহলবাসীর জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে নানা উদ্যোগ নিয়েছে।

ছিটমহলগুলো স্বাধীন হওয়ার ষষ্ঠ দিন বৃহস্পতিবার দাশিয়ারছড়ায় ঘটা করে আয়োজন করা হয় ওপেন হাউজ ডে। পুলিশ সুপার তবারক উল্লাহ প্রধান অতিথি ছিলেন। উপস্থিত সবাই দাশিয়ারছড়াকে মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত এলাকা হিসেবে গড়তে প্রতিশ্রুতি দেন।   

কুড়িগ্রাম জেলা শহর থেকে প্রায় ৪০ কিমি দূরে ফুলবাড়ীর দাশিয়ারছড়ার গিয়ে দেখা যায়, স্বতঃস্ফুর্ত মানুষের উপস্থিতি। মানুষ আইনের প্রতি শ্রদ্ধাশীল ও নিরাপত্তার কথা বিবেচনা করে কালিরহাট বাজারে দাশিয়ারছড়া প্রস্তাবিত কমিউনিটি পুলিশিং কমিটি ও ফুলবাড়ী থানা পুলিশ যৌথভাবে ওপেন হাউজ ডে ও দাশিয়ারছড়াবাসীর সঙ্গে এক মতবিনিময় সভার আয়োজন করে।  

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. বদরুদ্দোজার সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি পুলিশ সুপার মো. তবারক উল্ল্যাহ। এসআই সেলিম মালিকের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. মাসুদ আলম, জেলা আওয়ামী লীগের সভাপতি আমিনুল ইসলাম মঞ্জু মন্ডল, কুড়িগ্রাম পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট এস এম আব্রাহাম লিংকন, কুড়িগ্রাম  প্রেসক্লাবের সভাপতি মমিনুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক শ্যামল ভৌমিক, ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি আব্দুল আজিজ মজনু, সিনিয়র সাংবাদিক সফি খাঁন, জেলা শিল্পকলা অ্যাকাডেমীর সাধারণ সম্পাদক অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু, অ্যাডভোকেট আব্দুল গনি, সদ্য বিলুপ্ত ছিটমহল আন্দোলন সমন্বয় কমিটির সভাপতি মইনুল হক, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা খাঁন, দাশিয়ারছড়ার সভাপতি আলতাফ হোসেন প্রমুখ।

পুলিশ সুপার মো. তবারক উল্ল্যাহ বলেন, আমরা ছিটমহলের মানুষের নিরাপত্তার কথা বিবেচনা করে ইতোমধ্যেই ৭ টি মহল্লায় ২১ সদস্য বিশিষ্ট করে পুলিশিং কমিটি তৈরি করেছি। এছাড়া দাশিয়ারছড়ায় একটি পুলিশ ফাঁড়ি স্থাপন করা হয়েছে। কারণ, পুলিশ মানুষের বন্ধু। তাই ছিটমহলবাসীকে সাথে নিয়ে পুলিশ মিলেমিশে কাজ করবে। ছিটমহলগুলোর অতীতের দুর্নাম ঘুচিয়ে নতুন আলোর পথে আমরা এগিয়ে যাব। এখানে থাকবে না কোনো প্রকার মাদক কিংবা অপরাধ। এটি হবে সন্ত্রাস মুক্ত এলাকা। আর এজন্য চাই দাশিয়ারছড়াবাসীর সহযোগিতা।

নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়