সুন্দরবনে ‘বনদস্যু’ মুন্না-জোনাব বাহিনীর মধ্যে বন্দুকযুদ্ধ
সাতক্ষীরা: সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ‘বনদস্যু’ মুন্না ও জোনাব বাহিনীর মধ্য ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের পশুরখালের মুখে এ ঘটনা ঘটে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ কর্মকর্তা দেলোয়ার হোসেন বিষয়টি নিউজবাংলাদেশকে নিশ্চিত করে বলেন, “ঘটনাটি শুনে আমি বৃহস্পতিবার সকালে সেখানে বনপ্রহরী পাঠাই। বনবিভাগের কলাগাছি ফাঁড়ি থেকে আমাকে জানানো হয়েছে, তারা রাতে ৫০-৬০টি গুলির শব্দ শুনেছে।”
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন জেলে নিউজবাংলাদেশকে জানায়, বুধবার গভীররাতে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কলাগাছি টহল ফাঁড়ি থেকে দেড় কিলোমিটার দক্ষিণে পশুরখালের মুখে ‘বনদস্যু’ মুন্না-জোনাব বাহিনীর মধ্য বন্দুকযুদ্ধ হয়। আধিপত্য বিস্তারকে কেন্দ্রে করে এ ঘটনা ঘটে। ঘণ্টাব্যাপী এ বন্দুকযুদ্ধে তারা শতাধিক গুলির শব্দ শুনতে পায়।
এদিকে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হকের সাথে যোগাযোগ করা হলে তিনি এ ব্যাপারে কিছু জানেন না বলে নিউজবাংলাদেশকে জানিয়েছেন।
নিউজবাংলাদেশ.কম/এটিএস
নিউজবাংলাদেশ.কম








