ফালুকে কারাগারে পাঠানোর নির্দেশ
ঢাকা: নাশকতার মামলায় জামিন আবেদন নামঞ্জুর করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা মোসাদ্দেক আলী ফালুকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার দুপুরে ঢাকা মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনানের আদালতে আত্মসমর্পণ করে আইনজীবী জয়নাল আবেদিন মেজবার মাধ্যমে জামিনের আবেদন জানান ফালু। আবেদনের প্রেক্ষিতে শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
প্রসঙ্গত, চলতি বছরের ৩ ফেব্রুয়ারি বাড্ডা থানা এলাকায় গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ওই থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ুন কবির নাশকতার অভিযোগে একটি মামলা দায়ের করেন।
মামলার প্রেক্ষিতে ২৭ জুন মামলার তদন্তকারী কর্মকর্তা বাড্ডা থানার এসআই আক্তারুজ্জামান সরকার ফালুসহ ৬০ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
নিউজবাংলাদেশ.কম/আইএ/এফই
নিউজবাংলাদেশ.কম








