News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৬:৪৫, ৬ আগস্ট ২০১৫
আপডেট: ০৬:৩৯, ১৯ জানুয়ারি ২০২০

লক্ষ্মীপুরে নিখোঁজের ৮ দিন পর মিলল আলমের লাশ

লক্ষ্মীপুরে নিখোঁজের ৮ দিন পর মিলল আলমের লাশ

লক্ষ্মীপুর: নিখোঁজের আটদিন পর লক্ষ্মীপুর পৌরসভার স্বেচ্ছাসেবক লীগের সদস্য খোরশেদ আলমের লাশ উদ্ধার করেছে পুলিশ। সদর উপজেলার পিয়ারাপুর নামক স্থানে রহমতখালী খাল থেকে হাত-পা বাঁধা অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।

বুধবার দুপুরে লাশটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছেন পুলিশ। নিহত খোরশেদ আলম লক্ষ্মীপুর পৌরসভার মোবারক কলোনী এলাকার বাদশা মিয়ার ছেলে।

পুলিশ জানায়, বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে সদর হাসপাতাল মর্গে এসে নিহতের বাবা ও মা খোরশেদ আলমের লাশ বলে শনাক্ত করে। ধারণা করা হচ্ছে তাকে পিটিয়ে হত্যা করে হাত-পা বেঁধে লাশ ফেলে দেয় সন্ত্রাসীরা। নিহতের পেট ও শরীরের বিভিন্ন স্থানে কাটা এবং আঘাতের চিহ্ন রয়েছে। খোরশেদ আলমের বিরদ্ধে লক্ষ্মীপুর সদর থানাসহ বিভিন্ন স্থানে হত্যা, চাঁদাবাজি, ছিনতাই ও ডাকাতিসহ ১০টি মামলা রয়েছে।

নিহতের বাবা বাদশা মিয়া জানান, তার ছেলে খোরশেদ লক্ষ্মীপুর পৌরসভার স্বেচ্ছাসেবক লীগের সদস্য ছিলেন। খোরশেদ গত ২৯ জুলাই (বুধবার) আদালতে হাজিরা দিতে গেলে কিছুক্ষণ পরে আদালত প্রাঙ্গণ থেকে পুলিশ পরিচয়ে তাকে তুলে নিয়ে যায় হত্যাকারীরা। পরে পরিকল্পিতভাবে তাকে হত্যা করে হাত-পা বেঁধে লাশ খালে ফেলে দেওয়া হয়। এ ঘটনার যথাযথ তদন্ত করে বিচার দাবি করেন তিনি।

এ ব্যাপারে সদর থানার এসআই মো. নাজিম উদ্দিন জানান, খোরশেদ আলমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের বিরুদ্ধে সদর থানাসহ বিভিন্ন স্থানে হত্যা, চাঁদাবাজি, ডাকাতিসহ ১০টি মামলা রয়েছে। সে এলাকার চিহ্নিত ডাকাত ছিল। এ ব্যাপারে তদন্ত চলছে।

তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

নিউজবাংলাদেশ.কম/এসআর/এফই

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়