News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৫:০০, ৬ আগস্ট ২০১৫
আপডেট: ০৬:৩৯, ১৯ জানুয়ারি ২০২০

গাজীপুরে গণপিটুনিতে ‘ডাকাত’ নিহত

গাজীপুরে  গণপিটুনিতে ‘ডাকাত’ নিহত

গাজীপুর: জেলার কাপাসিয়ায় তিন বাড়িতে ডাকাতি হয়েছে। জনতা ধাওয়া দিয়ে একজনকে ধরে পিটিয়ে হত্যা করেছে।

বৃহস্পতিবার ভোরে কাপাসিয়া উপজেলার সিংহশ্রী ইউনিয়নের নামিলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম শামীম (৩৮)। তিনি ময়মনসিংহ জেলার পাগলা থানাধীন পাচা হাজার এলাকার গিয়াস উদ্দীনের ছেলে।

পুলিশ সকালে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

কাপাসিয়া থানার ওসি আহসান উল্লাহ জানান, শামীমের বিরুদ্ধে গাজীপুরের কাপাসিয়া, কালিগঞ্জ ও ময়মনসিংহের পাগলা থানায় ডাকাতি ও সন্ত্রাসের ১৮টি মামলা রয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এফএ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়