News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৪:৪০, ৬ আগস্ট ২০১৫
আপডেট: ০৬:৩৯, ১৯ জানুয়ারি ২০২০

এমপির ক্লিনিকে ‘হয়রানি’

সংবাদ প্রকাশ করায় সম্পাদককে মারধর

সংবাদ প্রকাশ করায় সম্পাদককে মারধর

গাইবান্ধা: জেলার গোবিন্দগঞ্জে এমপির ক্লিনিকে ভুল চিকিৎসা ও রোগীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়সহ নানা অভিযোগের ভিত্তিতে সংবাদ প্রকাশের জের ধরে গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ ও তার লোকজন একটি সাপ্তাহিক পত্রিকার সম্পাদককে পিটিয়ে গুরুতর আহত করেছেন।

বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

সূত্র জানায়, সংসদ সদস্য আবুল কালাম আজাদের ক্লিনিকের বিরুদ্ধে আঞ্চলিক পত্রিকা সাপ্তাহিক কাটাখালিতে সংবাদ প্রকাশ করা হয়। এর জের ধরে বুধবার সন্ধ্যা ৭টার মহিমাগঞ্জ সড়ক থেকে ওই পত্রিকার সম্পাদক মোয়াজ্জেম হোসেনকে সংসদ সদস্যের লোকজন তুলে নিয়ে উপজেলা পরিষদ চত্বরে সংসদ সদস্যের সামনে হাজির করেন। এসময় সংসদ সদস্য নিজে এবং উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক আতাউর রহমান বাবলু ও কোচাশহর ইউনিয়ন চেয়ারম্যান আবু সুফিয়ান এবং ছাত্রলীগের সন্ত্রাসীরা তাকে বেদম প্রহার করেন। এতে মোয়াজ্জেম সংজ্ঞা হারিয়ে ফেলেন। পরে সেখানে মাথায় পানি ঢেলে জ্ঞান ফেরানোর চেষ্টা করা হয়। খবর পেয়ে মোয়াজ্জেমের স্ত্রী নাজমুন নাহার উপজেলা চত্বরে ছুটে যান।

নাজমুন নাহার বলেন, “স্বামীকে সংজ্ঞাহীন অবস্থায় দেখতে পেয়ে সংসদ সদস্য ও তার লোকজনের কাছে অনুনয় বিনয় করে স্বামীর প্রাণ ভিক্ষা চাই। পরে সেখান থেকে উদ্ধারের পর গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি।”

গোবিন্দগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আতাউর রহমান সরকার, উপজেলা নাগরিক কমিটির আহ্বায়ক ও ওয়ার্কার্স পার্টির উপজেলা সম্পাদক মতিন মোল্লা সাবেক ছাত্রলীগ নেতা মোকাদ্দেস আলী বাদুসহ অনেকে হাসপাতালে আহত সম্পাদক মোয়াজ্জেমকে দেখতে যান। তারা এ ঘটনার নিন্দা জানান। তারা বিষয়টি ওসি ও পুলিশ সুপারকে জানালেও কোনো ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ এবিএম জাহিদুল ইসলাম বলেন, “মোয়াজ্জেম হোসেন একজন খারাপ লোক। সব সময় মানুষের পেছনে লেগেই থাকেন। লেখালেখি করেন। তাই এমপি সন্ধ্যায় তাকে ডেকে শাসন করেছেন মাত্র। পরে মোয়াজ্জেমকে তার স্ত্রীর হাতে তুলে দেন এমপি।”

ওসি আরও বলেন, “রাত সাড়ে ১০টার দিকে গোবিন্দগঞ্জ শহরের হাসপাতাল মোড় (হীরকপাড়া) এলাকায় অবস্থিত মোয়াজ্জেমের বাড়িতে তল্লাশি চালিয়ে লাইসেন্স বিহীন একটি পুরাতন মোটরসাইকেল জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে।”

নিউজবাংলাদেশ.কম/এফএ

 

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়