ভৈরবে ট্রেনে কাটা পড়ে মৃত ১
কিশোরগঞ্জ: জেলার ভৈরবে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বুধবার দিবাগত রাত সোয়া ৯টার দিকে ভৈরব রেল স্টেশনের আউটোর সিগন্যালের কাছ থেকে রেলওয়ে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে। মৃতের বয়স আনুমানিক ৬২ বছর।
ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাইদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ঘটনায় রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
নিউজবাংলাদেশ.কম/এসএম/এফই
নিউজবাংলাদেশ.কম








