News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:২৫, ৫ আগস্ট ২০১৫
আপডেট: ০২:৪৯, ২ মে ২০২০

নির্যাতনের আরেকটি ভিডিও প্রকাশ

নির্যাতনের আরেকটি ভিডিও প্রকাশ

নাটোর: নাটোরে গাছের সঙ্গে বেঁধে সাকিব হোসেন ও আবু সামা নামে দুযুবককে বেদম পেটানো হয়েছে। চুরির অভিযোগে তাদের ডেকে এনে নির্যাতন করা হয় বলে অভিযোগ ‍পাওয়া গেছে।

মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নাটোরের বড়াইগ্রাম উপজেলার মাছগাঁও ইউনিয়নের দক্ষিণ মালিপাড়া গ্রামে নির্যাতনের এই ভিডিওচিত্রটি ফেসবুকে ছেড়ে দেওয়া হয়।

নাটোরের এ নির্যাতনের ভিডিওটি ফেসবুকে আসার পরই টনক নড়েছে স্থানীয় প্রশাসনের। অভিযুক্তদের আটক করতে মঙ্গলবার রাতে অভিযান চালিয়েছে পুলিশ। তারা কাউকে আটক করতে পারেনি।

এ ব্যাপারে নাটোরের পুলিশ সুপার (এসপি) শ্যামল কুমার মুখার্জী জানান, এ ঘটনায় কোনো মামলা হয়নি। তবে জড়িতদের আটকে অভিযান চালানো হচ্ছে। তারা পলাতক থাকায় এখনো কাউকে আটক করা যায়নি।

নির্যাতিতদের পরিবারেরও দাবি দোষীদের দ্রুত আটক করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।

শুক্রবার বড়াইগ্রাম উপজেলার মাছগাঁও ইউনিয়নের দক্ষিণ মালিপাড়া গ্রামে বুলবুল হোসেনের মুদির দোকানে ও বাড়িতে চুরি হয়। এ চুরির দায়ে রবিবার বিকেলে সৌদি প্রবাসী রবিউল করিমের নির্দেশে একই গ্রামের মিজানুর রহমানের অষ্টম শ্রেণিতে পড়ুয়া ছেলে সাকিব হোসেন ও মৃত আমির হোসেনের ছেলে আবু সামাকে অভিযুক্ত করা হয়। এরপর তাদের ধরে এনে সুপারি গাছের সঙ্গে পিঠমোড়া করে বেঁধে নিষ্ঠুর নির্যাতন করা হয়।

এ ব্যাপারে নির্যাতিত আবু সামা বলেন, আমাকে অন্যায়ভাবে গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে আহত করা হয়েছে। আবার রবিউলের লোকেরা হুমকি দিচ্ছে, হাসপাতালে ভর্তি হলে বা থানায় অভিযোগ করলে প্রাণে মেরে ফেলা হবে।

গুনাই হাকিম ফাজিল মাদরাসার অস্টম শ্রেণির ছাত্র সাকিব হোসেন জানায়, তাকে ডেকে নিয়ে সুপারি গাছের সঙ্গে বেঁধে কঞ্চি দিয়ে বেধড়ক পিটানো হয়েছে। সে নির্দোষ। অন্যায়ভাবে তাকে নির্যাতন করা হয়েছে। সে দোষীদের বিচার ও শাস্তি চায়।

সাকিব হোসেনের মা হাসিনা বেগম জানান, তার ছেলে নির্দোষ। তিনিও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।

নির্যাতিত সামার স্ত্রী রেহেনা বেগম জানান, তাকে মোবাইল ফোনে ডেকে নিয়ে তার সামনে তার স্বামীকে নির্যাতন করা হয়। এ সময় তিনি স্বামীকে নির্যাতন না করার জন্য আকুতি-মিনতি করলেও তারা কোনো কথা শোনেনি।

মাছগাঁও ইউনিয়ন ওর্য়াড আওয়ামী লীগের সভাপতি আব্দুস সোবহান জানান, চুরির অভিযোগে নেছামুদ্দিন হোসেনের ছেলে রবিউল ইসলামের নির্দেশে মোকলেছুর রহমানের ছেলে সাইদুল ইসলাম তাদের গাছের সঙ্গে বেঁধে পিটিয়েছে।

নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়