News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:৫২, ৫ আগস্ট ২০১৫
আপডেট: ০৬:৪০, ১৯ জানুয়ারি ২০২০

কথিত ‘জিন তাড়ানো’র নামে মেয়েকে পিটিয়ে হত্যা

কথিত ‘জিন তাড়ানো’র নামে মেয়েকে পিটিয়ে হত্যা

চাঁদপুর: কথিত ‘জিন তাড়ানোর’ নামে তিন বছরের এক শিশুকে পিটিয়ে হত্যা করেছে তার বাবা-মা। হত্যার অভিযোগে শিশুটির বাবা-মাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার মেহের (উত্তর) ইউনিয়নের প্রত্যন্ত তারাপুরের কামারবাড়িতে এ ঘটনা ঘটে। চাঁদপুরে বাবা-মায়ের পিটুনিতে নিহত মেয়েটির নাম সুমাইয়া।

এ ঘটনায় বুধবার তার মা আমেনা বেগম (৩৫) ও বাবা এমরান হোসেনের (৪০) বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়। পরে আদালত এ মামলা আমলে নিয়ে তাদের কারাগারে পাঠায়।

শাহরাস্তি থানার ওসি মিজানুর রহমান জানান, ‘ওই দম্পতি এলাকায় ঝাড়ফুক কবিরাজি করত। এমরান দাবি করেছে, তার স্ত্রীর ওপর জিনের আছর আছে, সুমাইয়াকেও জিনে ধরেছিল। তারা মেয়ের জিন ছাড়াতে চেষ্টা করেছিলেন। জিনই তাদের মেয়েকে মেরেছে।’

তিনি জানান, ‘তারাপুরের কামারবাড়ি এলাকায় এমরান হোসেন কাঠমিস্ত্রি হিসেবে কাজ করতেন। তার স্ত্রী আমেনা সপ্তাহখানেক আগে সুমাইয়াকে জিনে ধরেছে বলে এলাকায় প্রচার করেন। গত সোমবার সকালে সুমাইয়াকেও ‘জিনে ধরেছে’ দাবি করে তাকে হোগলা দিয়ে পেটানো শুরু করেন তার মা আমেনা। স্থানীয়রা তাদের বাধা দিয়ে মেয়েটিকে প্রাথমিক চিকিৎসাও দেন। কিন্তু ওই রাতেই শিশুটিকে বাড়িতে এনে আবার মারধর করেন আমেনা ও এমরান। বাবা-মায়ের নির্যাতনে ওই রাতেই সুমাইয়ার মৃত্যু হয়।’

মঙ্গলবার সকালে সুমাইয়াদের বাসার দরজা না খোলায় সন্দেহ হলে প্রতিবেশীরা থানায় খবর দেন। পরে পুলিশ এসে ঘরে ঢুকে সুমাইয়ার লাশ উদ্ধার করে।

মেহের (উত্তর) ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম রনি বলেন, এক দম্পতি নিজেদের কবিরাজ দাবি করে মেয়েকে পিটিয়েছে বলে তিনি শুনেছেন। তবে তার বাড়ি থেকে ঘটনাস্থল ‘অনেক দূরে’ হওয়ায় তার যাওয়া হয়নি।

শাহরাস্তির ওসি মিজানুর রহমান বলেন, ‘মেয়েকে মেরে তারা ঘরের দড়জা আটকে বসে ছিল। সুমাইয়ার মাথার পেছনে জখম ছিল। শরীরের বিভিন্ন জায়গায়ও মারধরের চিহ্ন রয়েছে। পরে থানার এসআই নিজামুদ্দিন বাদী হয়ে ওই দম্পতির বিরুদ্ধে একটি মামলা করেন।

চাঁদপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. বেলায়েত হোসেন বলেন, ‘ময়নাতদন্তে নির্যাতনেই শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছে।’

নিউজবাংলাদেশ.কম/এএইচকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়