এবার চোখ উপড়ে শিশু হত্যার অভিযোগ
বরগুনার তালতলী উপজেলায় এক শিশুকে চোখ উপড়ে ফেলে ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। রবিউল আউয়াল নামের ১১ বছরের শিশুটি গত সোমবার থেকে নিখোঁজ ছিল।
মঙ্গলবার সন্ধ্যায় শিশুটির লাশ উদ্ধার করা হয়। হত্যায় জড়িত সন্দেহে পুলিশ দুজনকে আটক করেছে।
রবিউলের বাবা দুলাল হোসেন জানান, সোমবার রাত ৮টায় উপজেলার আমখোলা গ্রাম থেকে নিখোঁজ হয় রবিউল। গতকাল সন্ধ্যায় স্থানীয় লোকজন ছোট আমখোলা এলাকার একটি মাছের ঘেরে রবিউলের লাশ পড়ে থাকতে দেখে। এর পর পুলিশ লাশটি উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শিশুটির চোখ উপড়ানো ছিল এবং তার চোয়ালের নিচে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল।
রবিউলের পরিবারের অভিযোগ, কয়েকদিন আগে আমখোলা গ্রামের মিরাজ হোসেনের চাঁই থেকে মাছ চুরি হয়। তিনি এর জন্য রবিউলকে সন্দেহ করেন। এ নিয়ে ঘটনার দুদিন আগে মিরাজ রবিউলের বাড়িতে এসে পুনরায় এমন ঘটনা ঘটলে রবিউলকে মেরে ফেলার হুমকি দেন। সোমবার রাতেও মিরাজ রবিউলকে খোঁজাখুঁজি করেছেন বলে পরিবার থেকে জানানো হয়।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আকতার বলেন, “রবিউলের বাবা দুলাল হোসেন থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশ অভিযুক্ত মিরাজ ও তার বাবা দেলোয়ারকে আটক করেছে।”
বরগুনার পুলিশ সুপার বিজয় বসাক বুধবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
নিউজবাংলাদেশ.কম/এজে
নিউজবাংলাদেশ.কম








