News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৪২, ৫ আগস্ট ২০১৫
আপডেট: ০৬:৪০, ১৯ জানুয়ারি ২০২০

শিশুর ওপর যৌন নিপীড়ন

সাবেক বৃটিশ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ

সাবেক বৃটিশ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ

যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত এডওয়ার্ড হিথের বিরুদ্ধে শিশুর ওপর যৌন নিপীড়নের অভিযোগ তদন্ত করে দেখছে পুলিশ। স্কটল্যান্ড ইয়ার্ড হিথের বিরুদ্ধে সরাসরি তদন্ত করছে।

পুলিশ গত সোমবার জানায়, ১৯৯০-এর দশকে হিথের বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখতে উইল্টশায়ার পুলিশের ব্যর্থতা ছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। খবর এএফপি ও বিবিসির।

কনজারভেটিভ পার্টির নেতা হিথ ১৯৭০ থেকে ১৯৭৪ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন। চিরকুমার এই রাজনীতিবিদ ২০০৫ সালে ৮৯ বছর বয়সে শেষনিশ্বাস ত্যাগ করেন।

বিষয়টি যুক্তরাজ্যের রাজনীতিকদের বিব্রতকর পরিস্থিতিতে ফেলেছে। দেশটির রাজনৈতিক অঙ্গনের আরও অনেকে এ ধরনের যৌন নির্যাতনে জড়িত ছিলেন বলে অভিযোগ উঠেছে।

১৯৯০-এর দশকে হিথের বিরুদ্ধে একটি অভিযোগ প্রত্যাহার করা হয়েছিল বলে অবসরপ্রাপ্ত একজন পুলিশ কর্মকর্তা দাবি করেছেন।

যুক্তরাজ্যের ডেইলি মিরর পত্রিকা মঙ্গলবার এক ব্যক্তিকে উদ্ধৃত করে লিখেছে, তিনি ১৯৬১ সালে ১২ বছর বয়সে হিথের নির্যাতনের শিকার হন।

নিউজবাংলাদেশ.কম/এসজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়