News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:২৩, ৫ আগস্ট ২০১৫
আপডেট: ০৬:৪০, ১৯ জানুয়ারি ২০২০

সিএনজি চলাচল বন্ধের প্রতিবাদে বিক্ষোভ, স্মারকলিপি

সিএনজি চলাচল বন্ধের প্রতিবাদে বিক্ষোভ, স্মারকলিপি

পাবনা:মহাসড়কে সিএনজি চালিত থ্রি হুইলার অটো টেম্পো, অটো রিকশা, মিশুক চলাচল বন্ধে সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে পাবনায় মালিক শ্রমিকরা বিক্ষোভ মিছিলসহ সমাবেশ করেছে এবং সমাবেশ শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে।

বুধবার দুপুরে পাবনা জেলা অটো টেম্পো, অটো রিকশা, মিশুক মালিক শ্রমিক ইউনিয়নের উদ্যোগে শহরের বড় ব্রিজ সংলগ্ন কড়ইতলা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ইন্দারা মোড়ে সমাবেশ করে। পরে জাতীয় মহাসড়কে ৩ চাকার যানবাহন চলাচলে হয়রানি বন্ধের প্রতিবাদে এবং পুনরায় চালুর দাবিতে জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দিনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

মালিক ও শ্রমিক যৌথ কমিটির উপদেষ্টা হাজী শরিফের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন পাবনা জেলা অটো টেম্পো, অটো রিকশা, মিশুক মালিক সমিতির সভাপতি আশরাফুল হক, যৌথ সমিতির সভাপতি আব্বাস আলী, সাধারণ সম্পাদক আলী এহসান বিশ্বাস, যৌথ সমিতির সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা, শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. রিদ্দিক আলী, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন আলম প্রমুখ।

বক্তারা তাদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, অন্যথায় কঠোর কর্মসূচি দিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।

নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ

 

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়