শিশু নির্যাতনে জড়িতরা নরপশুর চেয়েও জঘন্য: ম্যাক কার্ল
ঢাকা: শিশু নির্যাতনের সাথে জড়িতদের নরপশুর চেয়েও জঘন্য আখ্যায়িত করেছেন সেভ দ্যা চিলড্রেনের কান্ট্রি ডিরেক্টর অব বাংলাদেশের ম্যাক কার্ল। তিনি বলেন, `শিশুরা নিষ্পাপ অথচ তাদেরকে নির্মমভাবে হত্যা করা হচ্ছে।’ এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত সরকার যাতে তাদেরকে দেশের প্রচলিত আইনে সর্বোচ্চ শাস্তির কথাও বলেন তিনি। এসময় হত্যাকাণ্ড ঘটিয়ে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অপরাধী কীভাবে বিদেশে চলে যাচ্ছে সে প্রশ্নও তোলেন তিনি।
বুধবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে চাইল্ড রাইটস অ্যাডভোকেসি কোয়ালিশন ইন বাংলাদেশ আয়োজিত ‘রাজন, রাকিবসহ সম্প্রতি শিশুদের ওপর সংঘটিত সকল সহিংসতা ও নৃশংসতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি’ শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
সাম্প্রতি ঘটে যাওয়া শিশু র্নিযাতন প্রসঙ্গে তিনি বলেন, ‘পৃথিবীর সব রাষ্ট্রেই শিশু নির্যাতনের ঘটনা ঘটে। অন্যান্য দেশে নির্যাতনের সাথে যারা জড়িত তারা সকলেই জন্মগতভাবে অপরাধপ্রবণ। আর বাংলোদেশে এই ধরণের র্নিযাতনের সাথে জড়িতরা সমাজের বিত্তবান মানুষ। এমনকি প্রশাসনের অনেকেও এর সাথে জড়িত বলে সন্দেহ প্রকাশ করেন তিনি।’
সাম্প্রতিক সময়ে শিশু নির্যাতন বৃদ্ধিতে আমরা উদ্বিগ্ন জানিয়ে বিচার ও আইন শালিস কেন্দ্রের চেয়্যারম্যান সুলতানা কামাল বলেন, ‘বারবার শিশু নির্যাতনের ঘটনা ঘটার মূলকারণ অপরাধীর শাস্তি না হওয়া।’
তিনি বলেন, ‘শিশু নির্যাতনের পরবর্তী সময়ে রাষ্ট্র ও পুলিশের নীরব ভূমিকা অনেক সময় পরোক্ষভাবে এমন ঘটনা ঘটাতে সহায়তা করছে।’
শিশু নির্যাতন প্রতিরোধে রাজনৈতিক দলগুলোর কোনো ভূমিকা দেখা যাচ্ছে না জানিয়ে জনগণের প্রতি শিশু নির্যাতন প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহবান জানান তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সুশাসনের জন্য নাগরিক সম্পাদক বদিউল আলম মজুমদার, অধিকার ফোরাম সভাপতি আব্দুস সোবহান, চাইল্ড রাইটস অ্যাডভোকেসি কোয়ালিশন ইন বাংলাদেশের সদস্য বুলবুল প্রমুখ।
নিউজবাংলাদেশ.কম/টিএ/এএইচকে
নিউজবাংলাদেশ.কম








