স্কুল শিক্ষককে অপহরণ করে সাড়ে ৫ লাখ টাকা লুট
মিরসরাই: এক স্কুল-শিক্ষককে অপহরণ করে সাড়ে পাঁচ লাখ নিয়ে রাস্তার পাশে তাকে ফেলে গেছে দুর্বৃত্তরা। বুধবার বেলা ৩টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাদামতলী এলাকায় সিএনজি অটোরিক্সা থামিয়ে তাকে অপহরণ করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার মসজিদিয়া জব্বারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আশরাফুল আরেফীন। মিরসরাই পৌর ইসলামী ব্যাংক শাখা থেকে টাকা তুলে বাড়িতে যাওয়ার পথে তাকে অপহরণ করা হয়।
সূত্র জানায়, এরপর দুর্বৃত্তরা তাকে মারধর করে তার সঙ্গে থাকা পাঁচ লাখ টাকা ছিনিয়ে নিয়ে তাকে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম ফকির বাজার এলাকার মহাসড়কের পাশে ফেলে দেয়। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে এবং পরিবারকে খবর পাঠায়।
আশরাফুলের ভাই রবিন নিউজবাংলাদেশকে বলেন, “বাড়িতে ঘরের কাজ করার জন্য আশরাফুল মিরসরাই ইসলামী ব্যাংক থেকে সাড়ে পাঁচ লাখ টাকা তোলে। টাকা তুলে সিএনজি অটোরিক্সা নিয়ে সে হাদি ফকিরহাট এলাকায় বাড়িতে ফিরছিল। বাদামতলী এলাকায় চট্টগ্রামমুখী একটি সাদা মাইক্রোবাস অটোরিক্সার পথরোধ করে।”
তিনি আরো বলেন, “এ সময় মাইক্রোবাস থেকে মুখোশধারী দুজন লোক নেমে আশরাফুলকে টেনে-হেঁচড়ে মাইক্রোবাসে তুলে ঢাকার দিকে নিয়ে যায়। এরপর দুবৃর্ত্তরা মাইক্রোবাসে তাকে বেদম মারধর করে টাকা ছিনিয়ে নেয়।”
রবিন বলেন, “কুমিল্লা জেলার চৌদ্দগ্রামের ফকির বাজার এলাকায় মহাসড়কের পাশে আশরাফুলকে তারা ফেলে দেয়। ফকির বাজার এলাকার স্থানীয় লোকজন আশরাফুলকে উদ্ধার করে বেলা সাড়ে ৪টার দিকে মোবাইলফোনে বাড়িতে খবর দেয়।”
মিরসরাই ইসলামী ব্যাংকের ব্যবস্থাপক মোহাম্মদ ফেরদৌস নিউজবাংলাদেশকে বলেন, “আশরাফুল আরেফীন নামের এক গ্রাহক ব্যাংক থেকে সাড়ে পাঁচ লাখ টাকা উত্তোলন করেন। এরপর তাকে অপহরণ করা হয়েছে বলে শুনেছি।”
আশরাফুল টাকা উত্তোলনের সময় সন্দেহভাজন কেউ ব্যাংকে ছিল কীনা জানতে চাইলে তিনি পুলিশকে বলেন, “এ ব্যাপারে ব্যাংকের সিসি ক্যামরার ভিডিও ফুটেজ দিয়ে তদন্তে সহযোগিতা করা হবে।”
মিরসরাই থানার ওসি ইমতিয়াজ ভূঁইয়া নিউজবাংলাদেশকে বলেন, “এ ধরনের একটি ঘটনা শুনেছি। তবে কেউ এখনো অভিযোগ করেনি।”
নিউজবাংলাদেশ.কম/এটিএস
নিউজবাংলাদেশ.কম








