News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:৫৬, ৫ আগস্ট ২০১৫
আপডেট: ০৬:৪০, ১৯ জানুয়ারি ২০২০

ধর্ষণের শিকার দুই ছাত্রী: আলামত পাওয়া গেছে

ধর্ষণের শিকার দুই ছাত্রী: আলামত পাওয়া গেছে

ঢাকা: রাজধানীর ভাটারা ও যাত্রাবাড়িতে ধর্ষণের শিকার দুই ছাত্রীর শারীরিক পরীক্ষার পর ধর্ষণের আলামত পাওয়া গেছে। বুধবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) ফরেনসিক বিভাগে পরীক্ষার পর এ আলামত পাওয়া যায়।

বিষয়টি নিউজবাংলাদেশকে নিশ্চিত করেছেন, ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের বিভাগীয় সমন্বয়কারী ডা. বিলকিস বানু। তিনি আরো জানান, ধর্ষিতা আদিবাসী স্কুলছাত্রী ও কলেজছাত্রী বর্তমানে ঢামেকে চিকিৎসাধীন।

উল্লেখ্য, মঙ্গলবার দুপুরে রাজধানীর ভাটারার নয়ানগরের একটি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে বলে তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ করে থানায় মামলা দায়ের করা হয়। ওই স্কুলছাত্রীর বয়স আনুমানিক দশ বছর।

এদিকে যাত্রাবাড়ীতে এক কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগ করে তার পরিবার। এ ঘটনায় তিন যুবককে গ্রেফতার করে পুলিশ। মঙ্গলবার বিকেলে কুতুবখালীর এক বাসায় ধর্ষণের এ ঘটনা ঘটে।

নিউজবাংলাদেশ.কম/এএইচ/এটিএস

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়