News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:০৩, ৫ আগস্ট ২০১৫
আপডেট: ০৬:৪০, ১৯ জানুয়ারি ২০২০

বংশালে ভাইয়ের হাতে বোন খুন

বংশালে ভাইয়ের হাতে বোন খুন

ঢাকা: রাজধানীর পুরান ঢাকার বংশালে নিজ বাসায় আপন ছোট ভাইয়ের হাতে খুন হয়েছেন আসমা আখতার(৫২) নামের এক নারী।

বুধবার সকালে বংশাল থানার নয়াবাজার এলাকার বাগডাসা লেনে এ ঘটনা ঘটে।

নিহত আসমা আখতারের ছেলে সুমন এবং জীবন নিউজবাংলাদেশকে জানান, তাদের মামা আকবর হোসেন নানা সময়ে ব্যবসার নামে আসমা আখতারের কাছ থেকে প্রায় ১৫ লাখ টাকা ধার নিয়েছিলেন। কিন্তু সময় মতো টাকা পরিশোধ না করায় এক সপ্তাহ ধরে তাদের মধ্যে দ্বন্দ্ব চলছিল।

এর জের ধরে বুধবার সকাল পৌণে ১০টায় আকবর হোসেন ও তার দুই সহযোগী তাদের বাসায় আসেন। এরপর তারা আসমা আখতারের ঘরে গিয়ে নেশাজাতীয় দ্রব্য দিয়ে তাকে অজ্ঞান করে শ্বাসরোধে হত্যা করে।

এসময় সুমনের ছেলে রাব্বি এবং বাসার গৃহপরিচারিকা ঘটনাটি দেখে ফেললে আকবর তাদের হুমকি দেন। কিন্তু রাব্বির চিৎকারে এলাকার লোকজন ছুটে এলে আকবর হোসেন দ্রুত পালিয়ে যান।

পরে সুমন এবং জীবন আসমাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় বংশাল থানায় একটি হত্যা মামলা করা হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/আরবিএস/এফএ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়