News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:৩৩, ৫ আগস্ট ২০১৫
আপডেট: ০৬:৪০, ১৯ জানুয়ারি ২০২০

তুরাগ থেকে ৪৪ ঘণ্টা পর স্কুলছাত্রের লাশ উদ্ধার

তুরাগ থেকে ৪৪ ঘণ্টা পর স্কুলছাত্রের লাশ উদ্ধার

গাজীপুর: নৌকা ভ্রমণে গিয়ে তুরাগ নদীতে ডুবে যাওয়া স্কুলছাত্র ইমনের লাশ ৪৪ ঘণ্টা পরে উদ্ধার করা হয়েছে। বুধবার সকাল ৭টার দিকে তার লাশ উদ্ধার করা হয়।

ইমনের চাচাতো ভাই ওবায়দুল হক নিউজবাংলাদেশকে বলেন, “সোমবার সকালে কালিয়াকৈরের সুরিচালা এলাকা থেকে বন্ধুদের সঙ্গে তুরাগ নদীতে নৌকা ভ্রমণে যায় ইমন আহম্মেদ। স্যালো নৌকাটি নদীর গলাচিপা এলাকায় পৌঁছলে ইমন হঠাৎ নৌকা থেকে নদীর পানিতে পড়ে তলিয়ে যায়।”

তিনি আরো বলেন, “এরপর ইমনকে তার বন্ধুরা নদীতে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে আমাদেরকে জানায়। পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে দুপুর পর্যন্ত খোঁজাখুঁজি করেও ইমনকে পাওয়া যায়নি। পরে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়। তারা ঘটনাস্থলে এসে দুই দিন উদ্ধার অভিযান চালায়। কিন্তু ইমনকে খুঁজে পাওয়া যায়নি।”

ওবায়দুল হক বলেন, “স্থানীয়দের খবরের ভিত্তিতে আজ সকাল ৭টায় ইমনের লাশ আমরা উদ্ধার করি।”

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ অপূর্ব বল সংবাদের সত্যতা নিশ্চিত করে নিউজবাংলাদেশকে বলেন, “বুধবার সকাল ৭টার দিকে এলাকাবাসীর সংবাদের ভিত্তিতে ঘটনার ৪৪ ঘণ্টা পর লাশ উদ্ধার করা হয়েছে। পরে সকাল ১০টার দিকে পারিবারিকভাবে দাফন করা হয়।”

নিউজবাংলাদেশ.কম/এটিএস

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়