টিআইবি আগে পত্রিকা পড়ুক, এরপর দেখব: শিক্ষামন্ত্রী
ঢাকা: প্রশ্ন ফাঁসের সঙ্গে সরকারি লোকজন জড়িত বলে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) গবেষণা প্রতিবেদনের বিষয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ টিআইবিকে আগে পত্রিকা পড়তে বলেছেন, এরপর তিনি বিষয়টি দেখবেন বলে জানান।
বুধবার সচিবালয়ে মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদ্রাসায় স্টুডেন্ট ক্যাবিনেট নির্বাচন নিয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।
টিআইবির প্রতিবেদনের জানতে চাইলে সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, “রিপোর্ট দেখে পরে বলব। এর আগে টিআইবিকে বলবেন, গতকাল-আজকের গণমাধ্যমগুলো দেখতে। অপরাধীদের ধরা হয় কীনা তারা আগে তা পড়ুক, এরপর মনিটরিং করতে বলবেন।”
শিক্ষামন্ত্রী আরো বলেন, “যারা প্রশ্নফাঁস করে তারা গ্রেফতার হয়ে সাত দিন ধরে গণমাধ্যমের সামনে। আপনারাইতো রিপোর্ট দিচ্ছেন।”
শিক্ষাসচিব নজরুল ইসলাম খান এসময় বলেন, “গত এসএসসি-এইচএসসিতে প্রশ্ন ফাঁস হয়নি। কিছু লোক কোনো রকম প্রশ্ন বানিয়ে টাকা-পয়সা আয় করেছে। আমরা ২০-২৫ জনকে ধরেছি। তবে তা গণমাধ্যমকে বলিনি, প্রকাশ করিনি।”
তিনি আরো বলেন, “এবার কারিগরিতে প্রশ্ন ফাঁসের একটা বিষয় আছে। জানার সাথে সাথে মামলা করা হয়েছে, গ্রেফতার করা হয়েছে। আইটি দিয়ে খুঁজে বের করা হয়েছে অপরাধীদের। আইনানুগ ব্যবস্থাও নেওয়া হয়েছে।”
উল্লেখ্য, বুধবার ধানমন্ডির মাইডাস ভবনে নিজস্ব কার্যালয়ে টিআইবি ‘পাবলিক পরীক্ষায় প্রশ্ন ফাঁস: প্রক্রিয়া, কারণ ও উত্তরণের উপায়’ শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ করে। এ প্রতিবেদনে তারা জানায়, প্রশ্ন প্রণয়ন ও বিতরণের সঙ্গে যেসব সরকারি লোকজন জড়িত তাদের একাংশ কোনো না কোনো পর্যায়ে প্রশ্ন ফাঁসের সঙ্গেও জড়িত।
নিউজবাংলাদেশ.কম/টিআইএস/এটিএস
নিউজবাংলাদেশ.কম








