সরকারি ব্যবস্থাপনায় প্রথম হজ ফ্লাইট ১৬ আগস্ট
ঢাকা: চলতি বছর সরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের প্রথম হজ ফ্লাইট (বিজি-১০১১) ১৬ আগস্ট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছাড়বে। ওইদিন সকাল ৮টা ৩৫ মিনিটে ৪১৯ জন হজযাত্রী নিয়ে ঢাকা ত্যাগ করবে বিমানটি।
সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের ফ্লাইট সিডিউল ঘোষণা করেছে ধর্ম মন্ত্রণালয়। তবে বেসরকারি হজযাত্রীদের ফ্লাইট সিডিউল এখনো ঘোষণা করা হয়নি।
১৭ সেপ্টেম্বর সকাল সোয়া ১০টায় ২০ জন ভিআইপি হজযাত্রী নিয়ে সর্বশেষ ফ্লাইটটি (বিজি-৫০৯১) সৌদি আরব যাবে।
সরকারি ব্যবস্থাপনায় যাত্রীদের নিয়ে ২৮ সেপ্টেম্বর সৌদি আরব থেকে বাংলাদেশের উদ্দেশ্যে ফিরতি হজ ফ্লাইটটি ছেড়ে আসবে। শেষ ফ্লাইটটি যাত্রী নিয়ে ৭ অক্টোবর ঢাকায় আসবে।
সৌদি সরকার চলতি বছর বাংলাদেশ থেকে সরকারিভাবে ১০ হাজার হাজি পাঠানোর অনুমোদন দিলেও শেষ পর্যন্ত সরকারিভাবে আড়াই হাজার হজযাত্রী সৌদি আরব যাচ্ছেন।
নিউজবাংলাদেশ.কম/টিআইএস/এফএ
নিউজবাংলাদেশ.কম








