রাজন হত্যায় সাহায্যকারী ৩ পুলিশের বিচার দাবি
সিলেট: সিলেটে শিশু সামিউল আলম রাজন হত্যাকাণ্ডের ঘটনায় গাফিলতির অভিযোগে অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ফৌজদারি আইনে ব্যবস্থা গ্রহণের দাবি জানালেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান। একই সঙ্গে সৌদিতে আটক প্রধান আসামি কামরুলকে দেশে ফিরিয়ে আনতে সরকারকে আরও তৎপর হবার আহ্বান জানান তিনি।
দেশব্যাপী সংঘটিত নৃশংস হত্যাকাণ্ডের ব্যাপারে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে তিনি পুলিশের আচরণে পরিবর্তন আনার আহ্বান জানান। মঙ্গলবার সকালে সিলেটের বাদেয়ালি গ্রামে নিহত শিশু রাজনের বাড়িতে গিয়ে তিনি রাজনের পরিবারের সদস্যদের সাথে কথা বলেন।
হত্যাকাণ্ডের প্রায় একমাস পর শিশু রাজনের বাড়িতে উপস্থিত হলেন মানবাধিকার কমিশন চেয়াম্যান মিজানুর রহমান। এ সময় শোকগ্রস্ত পরিবারটির সদস্যদের সাথে কথা বলেন তিনি।
রাজনের বাড়িতে সাংবাদিকদের সাথে আলাপকালে মিজানুর রহমান বলেন, শুধু প্রতিশ্রুতি নয়, তিনি চান, রাজন হত্যকারীদের দ্রুত শাস্তি নিশ্চিত করে সরকার দৃষ্টান্ত স্থাপন করুক। প্রধান আসামি কামরুলকে সৌদিতে থেকে ফেরত আনতে সরকারকে আরও আন্তরিক হবার দাবি জানান তিনি।
রাজন হত্যাকাণ্ড ধামাচাপা দেওয়ার অভিযোগে অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ফৌজদারি আইনে ব্যবস্থা গ্রহণ জরুরি বলে মন্তব্য করেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান।
নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ
নিউজবাংলাদেশ.কম








