News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:২৫, ৪ আগস্ট ২০১৫
আপডেট: ২১:২৫, ২ অক্টোবর ২০২০

বৃহত্তর কুমিল্লায় মৎস্য উন্নয়ন প্রকল্প অনুমোদন

বৃহত্তর কুমিল্লায় মৎস্য উন্নয়ন প্রকল্প অনুমোদন

ঢাকা: ২১৮ কোটি ২৪ লাখ টাকা ব্যয়ের ‘বৃহত্তর কুমিল্লা জেলায় মৎস্য উন্নয়ন’ প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।

২০১৫-১৬ অর্থ বছরের একনেকের দ্বিতীয় সভা এবং বর্তমান সরকারের ৪৮তম সভায় প্রকল্পটিসহ মোট নয়টি প্রকল্প অনুমোদিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এই প্রকল্প ব্যয়ের পুরোটাই সরকারের তহবিল থেকে দেয়া হবে। এটি পানি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আওতায় মৎস্য অধিদপ্তর জুলাই ২০১৫ থেকে জুন ২০২০ সাল পর্যন্ত বাস্তবায়ন করবে।

কুমিল্লা জেলা প্রকল্প এলাকাগুলো হচ্ছে- চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলার ১৬টি উপজেলা যথা- কুমিল্লা আদর্শ সদর, কুমিল্লা সদর দক্ষিণ, লাকসাম, দেবীদ্বার, বৃড়িচং, চান্দিনা, চৌদ্দগ্রাম, হোমনা, মুরাদনগর, বরুড়া, দাউদকান্দি, নাঙ্গলকোট, ব্রাহ্মণপাড়া, মনোহরগঞ্জ, তিতাস ও মেঘনা; ব্রাহ্মণবাড়ীয়া জেলার ৯টি উপজেলা যথা- ব্রাহ্মণবাড়ীয়া সদর, নবীনগর, সরাইল, নাসিরনগর, বাঞ্ছারামপুর, আখাউড়া, কসবা, আশুগঞ্জ ও বিজয়নগর এবং চাঁদপুর জেলা ৮টি উপজেলা যথা- চাঁদপুর সদর, কচুয়া, মতলব উত্তর, মতলব দক্ষিণ, ফরিদগঞ্জ, হাজীগঞ্জ, শাহারাস্তি ও হাইমচর।

স্থানীয় মৎস্য সম্পদ ব্যবহার করে মাছের উৎপাদন বৃদ্ধি, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, মাছ চাষ ও ব্যবস্থাপনার মাধ্যমে গ্রামীণ অর্থনীতির উন্নয়ন, প্রশিক্ষণের মাধ্যমে মানব দক্ষতার উন্নয়নই এই প্রকল্পের উদ্দেশ্য।

নিউজবাংলাদেশ.কম/জেএস/এমএম

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়